ফেসবুকে বিতর্কিত পোস্ট,বাড়ি বয়ে তুলে আনার হুমকি বিক্ষুব্ধদের

0
231

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

threatening for Facebook's controversial post
বাড়ি বয়ে হুমকি স্থানীয় কিছু যুবকের।নিজস্ব চিত্র

সাম্প্রতিক জঙ্গি হানা প্রসঙ্গে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বাসিন্দা মৌসুমী দাসের এক ফেসবুক পোস্টকে ঘিরে বিতর্ক তুঙ্গে। দেখা গেছে মৌসুমী তার ফেসবুকে লিখেছে যে ১৪ ফেব্রুয়ারি ব্ল্যাক ডে হলেও সেনাদের নিয়ে সে খুব বেশি মাতামাতি করতে রাজি নয় কারণ সেনাদের কেউ জোর করে চাকরিতে নিয়োগ করে না তারা স্বেচ্ছায় চাকুরিতে যোগদান করে,তার বিনিময়ে তারা টাকাও পায়।টাকার বিনিময়ে তাদের দেশকে রক্ষা করাই মূল কর্তব্য।

threatening for Facebook's controversial post 3
বিতর্কিত ফেসবুক পোস্টের স্ক্রিনশট।নিজস্ব চিত্র

সেই সঙ্গে ফেসবুক পোস্টে এও বলা হয়েছে যে পাকিস্তানকে ও একতরফা দোষ দেওয়ার কোন কারণ সে দেখছে না। তার দাবি পাকিস্তানের সৈন্যরাও চাকরি করে।ঘরে মা বোন সন্তান সন্ততি সমস্ত কিছুই আছে।তার দাবী পাকিস্তানের দোষ থাকলেও ভারতেরও দোষ আছে।

আরও পড়ুনঃ দেশ বিরোধী মন্তব্যের শাস্তি স্বরূপ প্রকাশ্য রাস্তায় কান ধরে উঠবস

ফেসবুকে করা মৌসুমীর এই পোস্ট নিয়ে উত্তাল হয় কান্দি শহর।তার বাড়িতে চরাও হয়ে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় এলাকার কিছু যুবক এবং এই ধরনের পোষ্টে জারি করে নিষেধাজ্ঞা,যদিও সেই সময়ে মৌসুমি বাড়িতে অনুপস্থিত ছিল।

threatening for Facebook's controversial post 2
জিজ্ঞাসাবাদের জন্য বাড়িতে হাজির পুলিশ।নিজস্ব চিত্র

তবে মেয়ের মায়ের দাবি ফেসবুকে করা পোস্টটি তার মেয়ের নয় অন্য কেউ তার মেয়ের নাম করে এ পোস্টটি করেছে।এই পর্বে উপস্থিত হয় কান্দী থানার পুলিশ তারা জিজ্ঞাসাবাদের জন্য মৌসুমীকে থানায় নিয়ে যায় বলে সূত্রের খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here