নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ফালাকাটার জটেশ্বরে ব্যবসায়ীকে হুমকি ফোন এবং পরক্ষণেই বিস্ফোরণের অভিযোগ।যার জেরে আতঙ্ক এলাকায়।গতকাল আনুমানিক রাত ৯ টা ২৪ মিনিটের ঘটনা।ফালাকাটা জটেশ্বরের স্থানীয় এক ব্যাবসায়ী সন্দীপন ঘোষদস্তিদারের মোবাইলে হঠাৎ একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে।
শুরু হয় লাগাতার হুমকি।সাথে সাথে ৫০ লক্ষ টাকার দাবী করা হয়।এও বলা হয় যদি টাকাটা না দেওয়া হয় তাহলে তার বাড়ি,দোকান বোম দিয়ে উড়িয়ে দেওয়া হবে।প্রমান স্বরূপ কিছু সময়ের মধ্যে এলাকায় একটা বোম মেরে দেখিয়ে দেবে।ঠিক তারই কিছু পড়ে জটেশ্বরের চৌপথি এলাকায় কিছু একটা বিশাল শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।
আরও পড়ুন: উত্তরপ্রদেশে বিস্ফোরণে মালদহের নয়জন শ্রমিকের মৃত্যু
সাথে সাথে স্থানীয়রা ঘর ছেড়ে বেরিয়ে আসে।তড়িঘড়ি খবর দেওয়া হয় জটেশ্বর ফাঁড়িতে।পুলিশ এসে ঘটনাস্থলে খোঁজ চালায়।এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালেও ক্ষয় ক্ষতির খবর নেই।ফালাকাটা থানার পুলিশ তদন্ত শুরু করেছে,খতিয়ে দেখছে ফোন নম্বরের পরিচয়।ফালাকাটা থানার আই সি সমীর পাল বলেন,কিছু পাওয়া যায় নি । ঘটনাস্থলে পুলিশ আছে খোঁজ চালানো হচ্ছে।খতিয়ে দেখা হচ্ছে কারা জড়িত এই ঘটনায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584