বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
বিমল গুরুং,রোশন গিরি ও বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে পোস্টার পড়ল।এদিন সকালে একাধিক জায়গায় এই পোস্টারগুলি দেখা যায়।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পাহাড়ে।ওই পোস্টারে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে বিমল গুরুঙ্গের আগে মুকুল রায় পাহাড়ে এসে দেখাক কত ওনার সাহস রয়েছে এবং পাহাড়ে ফেরার আগে বিমল গুরুং ও রোশন গিরিকে ভালো করে ভেবে নিতে হবে।তার কারন ভুল পথে আন্দোলন চালানো ও পাহাড়ের মানুষকে বিপাকে ফেলে তাঁরা পালিয়ে গেছেন বলেও সেখানে উল্লেখ করা হয়েছে।সেই পোস্টারে প্রায়ত জিএনএলএফ সুপ্রিমো সুবাস ঘিসিং এর পক্ষে কথা বলা হয়েছে।
সুবাস ঘিসিংয়ের স্ত্রীর মৃত্যুর পর সেই মৃতদেহ পাহাড়ে আনতে দেওয়া হয়নি।এসবের পেছনে গুরুংয়ের প্রত্যক্ষ মদত ছিল।তার দায় বিমল গুরুংকে করা হয়েছে।এর পাশাপাশি গোর্খা লিগ নেতা মদন তামাংকে খুনের ঘটনায় তাঁদের দায়ি করে ইটের জবাব পাথর দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।পাহাড়ে সব খুনের হিসাব নেওয়ার কথাও বলা হয়েছে সেখানে।অপরদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা খোঁজ শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ পাঁচশত বছর পুরনো মন্দির সংস্কারের সময় হাড় উদ্ধার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584