মনিরুল হক, কোচবিহারঃ
কলকাতায় আন্দোলনরত এক প্রাথমিক শিক্ষক জেলায় ফিরলেই তাকে ও তাঁর বাবাকে আটকে রাখবেন এলাকার তৃণমূল কর্মীরা। এমনি ভাবে হুমকি দিয়েছিলেন দিনহাটার তৃনমূল কংগ্রেসে বিধায়ক উদয়ন গুহ। এই হুমকি দেওয়ায় পর বিধায়ক উদয়ন গুহের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন কোচবিহার জেলার উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
এদিন দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেন ওই সংগঠন। তাতে বিধায়ক উদয়ন গুহ সম্পর্কে লেখা রয়েছে “এক প্রকাশ্য পথসভায় ন্যায্য বেতনের দাবিতে ও অবৈধ ভাবে বদলিপ্রাপ্ত শিক্ষকদের ফিরিয়ে আনার দাবিতে অনশনকারী প্রাথমিক শিক্ষককে আক্রমণ ও গুণ্ডাবাহিনী দিয়ে আটকে রেখে হেনস্থা করার হুমকি দেন। এ ছাড়াও বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য রাখেন।” সেদিনের ওই বক্তব্যের জেরে থানায় অভিযোগ দায়ের করে নিন্দা করেছে কোচবিহার জেলার উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
গত বুধবার দিনহাটা চৌপথী একটি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন,“শান্ত উদয়ন গুহকে দেখেছেন। কম কথা বলা উদয়ন গুহকে দেখেছেন। কিন্তু শান্ত মানুষও অশান্ত হয়। গোখরো সাপ কথায় কথায় ছোবল মারে। কিন্তু কিং কোবরা মারে না। কিং কোবরা যখন ছোবল মারে হাতিতেও সহ্য করতে পারে না। কিং কোবরার ছোবলে হাতিও মারা যায়।”
তারপরে রাজ্য সরকারের বিরুদ্ধে যে সমস্ত শিক্ষক স্কুল ও ক্লাস ফাকি দিয়ে কলকাতার রাস্তায় বসে দিন কাটাচ্ছেন। তাদের বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে দিনহাটার এক শিক্ষকের নাম না করে হুমকি দেন। তিনি বলেন, জেলায় ফিরলেই ওই শিক্ষক ও তাঁর বাবাকে আটকে রাখবেন এলাকার তৃণমূল কর্মীরা। কারন ওই শিক্ষকের বাবা আমার সহযোগিতায় দিনহাটার চওড়াহাট এলাকায় একটি ঘর নিয়েছেন। আমার সহযোগিতা নেবেন আবার রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনও করবেন, দুটো চলবে না। তৃণমূলের কর্মীরা ওই শিক্ষক ও তাঁর বাবাকে বাড়িতে ঢুকতে দেবেন না।”
তারপর উদয়ন বাবু এখানেই ক্ষান্ত হন নি। তিনি আরও বলেন, “এতেও আছি, ওতেও আছি, এর থেকে সরতে হবে। কার সঙ্গে থাকবেন ঠিক করুন। যে কোনও একটা দিক বেছে নিন। হয় আমাদের দিকে থাকুন না হয় ওদিকে থাকুন। এদিকেও আছেন, আবার ওদিকেও আছেন, একসঙ্গে দুটো চলবে না।”
এদিন এবিষয়ে কোচবিহার জেলার উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সম্পাদক অরুন কুমার রায় বলেন, মাননীয় বিধায়ক উদয়ন গুহ আমাদের যে শিক্ষক নেতাকে হুমকি দিয়েছেন তা আমরা মেনে নিতে পারছি না। কারন যদি কোন ব্যক্তি জাল সার্টিফিকেট দিয়ে চাকরি নেয় তাঁর বিরুদ্ধে কেন আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি ওই শিক্ষক ও তার বাবাকে রাস্তায় আটকানোর নিদান দিচ্ছেন। আমরা স্পষ্ট ভাবে জানাতে চাই যদি আমাদের কোন শিক্ষক সংগঠনের গায়ে আছড় লাগে তা হলে আমরা ছেড়ে কথা বলব না। সেই কারনে আজ কোচবিহার জেলার উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আমরা দিনহাটার বিধায়ক উদয়ন গুহের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলাম।
প্রসঙ্গত, প্রায় ৩ সপ্তাহ ধরে কলকাতার বিকাশভবনের সামনে বেতন বৃদ্ধি সহ চার দফা দাবিতে আন্দোলন শুরু করেছেন রাজ্যের পার্শ্বশিক্ষকরা। সেদিন বিকাশভবনের সামনে অবস্থান বিক্ষোভ করেন প্রায় ১৫ হাজার শিক্ষক। তারপর সেখানে অনশনে বসেন ১৫ হাজারের মধ্যে ৪৬ জন। তার মধ্যে ৮ জন মহিলা। জানা গেছে,সারা রাজ্যের বর্তমানে পার্শ্বশিক্ষক রয়েছে ৪৮ হাজার। গত জুলাই মাসে দীর্ঘ অনশনের পর জয় পেয়েছিলেন প্রাথমিক শিক্ষকরা।
তাদের দাবি ছিল গ্রেড পে বাড়াতে হবে। শেষমেশ আন্দোলনের তীব্রতার সামনে মাথা ঝোঁকাতে হয় সরকারকে। ২৬০০ টাকা থেকে বেড়ে প্রাথমিক শিক্ষকদের গ্রেড হয় ৩৬০০টাকা। কিন্তু তারপর অন্য সমস্যা তৈরি হয়েছে। এনিয়ে গত সপ্তাহেই বাঘাযতীন এলাকা শিক্ষক আন্দোলনে উত্তাল হয়েছিল। শিক্ষক মিছিল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির দিকে এগোতে শুরু করলে তা আটকে দেয় পুলিশ। তা নিয়েও উত্তেজনা ছড়ায়। গ্রেফতারও করা হয় বেশ কয়েকজন শিক্ষক আন্দোলনের নেতা-নেত্রীকে। প্রায় তিন সপ্তাহ কেটে গেলেও এখনও সরকারের তরফে কোনও সাড়া মেলেনি। তাই আন্দোলনের আঁচও বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কলকাতায় আন্দোলনরত ওই শিক্ষককে হুমকি দেন দিনাহাটার বিধায়ক। তা নিয়ে গোটা জেলা তোলপাড়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584