শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
সরকারি অর্থে সাধারণ মানুষকে গাছ বিলি করছে ব্লক প্রশাসন। অভিযোগ গাছ গুলির অধিকাংশই মরা ও পচা। বিষয়টি নিয়ে মরা গাছের ছবি তুলতে গেলে মেজাজ হারিয়ে সাংবাদিকের সাথে দুর্ব্যবহার বিডিওর।
জানা গেছে, দক্ষিন দিনাজপুর জেলার বংশীহারী ব্লকে আজ কৃষকদের জন্য কলা গাছ দেওয়ার কথা ছিল। কিন্তু সেই গাছ নিতে গেলে দেখা যায় সব গাছ পচা এবং অযোগ্য। সেই খবর সাংবাদিকদের কাছে পৌঁছলে তারা খবর সংগ্রহ করতে ঘটনা স্থলে পৌঁছন। তারা যখন সেই পচা ও মরা গাছ গুলির ছবি তুলছিলেন তখন বংশীহারীর বিডিও সুদেষ্ণা পাল সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার শুরু করেন।
আরও পড়ুনঃ নাগরিকত্ব নথির দুশ্চিন্তায় আত্মঘাতী পরিবারের পাশে অভিষেক
এমনকি সরকারি দূর্নীতির ছবি সাধারন মানুষের সামনে তুলে ধরার অপরাধে সাংবাদিকদের জেলে পোরারও হুমকি দেন বলে অভিযোগ। এই বিষয়ে নিউজফ্রন্ট অফিস থেকে বারবার বিডিওর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584