নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনার আতঙ্কের মধ্যে এবার রায়গঞ্জে থাবা বসালো ডেঙ্গু। রায়গঞ্জ মহকুমায় ৩ জনের ম্যাক এলাইজা টেস্টে ডেঙ্গু ধরা পড়েছে। জানা গেছে, সম্প্রতি রায়গঞ্জ মেডিক্যাল কলেজের প্যাথলজি বিভাগে ম্যাক এলাইজা টেস্টে ৩ জনের রক্তের নমুনায় ডেঙ্গু মেলে।
বর্তমানে তাঁরা রায়গঞ্জ মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগে চিকিৎসা চলছে। আজ ডেঙ্গু প্রতিরোধ দিবসে জেলাজুড়ে প্রচারে নামছে স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যেই সমস্ত পুরসভা, পঞ্চায়েতকে জনসচেতনতা বৃদ্ধি করতে প্রচারে নামার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সকালেই রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধ নিয়ে একটি ট্যাবলো ঘুরেছে রায়গঞ্জ পুর এলাকাতে।
আরও পড়ুনঃ বিএসএফের হাতে নিষিদ্ধ নেশার ওষুধ সহ সীমান্তে ধৃত মহিলা পাচারকারী
পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, ‘করোনার পাশাপাশি ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রচার চালানোর প্রস্তুতি শুরু হয়েছে। সারা বছর পুরকর্মীরা এই কাজ করে থাকেন। এবার আরও জোর দেওয়া হচ্ছে। মশা মারতে সোডিয়াম ক্লোরাইড জলে স্প্রে করার কাজ শুরু হচ্ছে। এতে মশার ডিম মরবে।পুর এলাকার প্রতিটি ওয়ার্ডে মশা মারতে কামান দাগা হচ্ছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584