হরষিত সিংহ,মালদহঃ
স্বাধীনতা দিবসের প্রাক্কালে আগ্নেয়াস্ত্রসহ তিন দুষ্কৃতিকে গ্রেফতার করল পুলিশ।সোমবার গভীর রাতে মালদহের ইংরেজবাজার থানার মিল্কি ফাঁড়ির পুলিশ গ্রেফতার করে ধৃতদের। উদ্ধার হয়েছে একটি রিভলভার ও তিন রাউন্ড কার্তুজ।
স্বাধীনতা দিবসের কয়েক দিন আগে থেকেই মালদহ জেলা জুড়ে শুরু হয়েছে জেলা পুলিশের নাকা চেকিং।জেলার জাতীয় সড়ক থেকে গুরুত্বপূর্ণ রাস্তা গুলিতে বাড়ানো হয়েছে নজরদারি। রাতভোর চলছে পুলিশের নাকা চেকিং।সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মিল্কি ফাঁড়ির পুলিশ শোভানগর এলাকায় মালদহ মানিকচক রাজ্য সড়কে উপর শুরু করে তল্লাশি অভিযান। সেই সময় সন্দেহজনক তিন যুবককে আটক করে পুলিশ।

তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে উদ্ধার করে আগ্নেয়াস্ত্রসহ কার্তুজ।পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম, পার্থ চৌধুরী(৩০), উজ্জল চৌধুরী(৩২) এবং মহব্বত চৌধুরী(৪২)ধৃতদের বাড়ি ইংরেজবাজার থানার ফুলবাড়িয়া পঞ্চায়েতের বিনপাড়া এলাকায়।ধৃতদের হেপাজত থেকে পুলিশ উদ্ধার করেছে একটি রিভলভার ও তিন রাউন্ড কার্তুজ।

মঙ্গলবার ধৃতদের মালদহ জেলা আদালতে পেশ করা হয়।পুলিশের প্রাথমিক অনুমান কোন অসামাজিক কাজ করার জন্যই আগ্নেয়াস্ত্র নিয়ে তারা শোভানগর এলাকায় জমায়েত হয়েছিল।তবে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584