নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
তামিলনাড়ুতে তিন কিশোরকে তাদের মলমূত্র পরিষ্কার করতে বাধ্য করা হল। তাদের অপরাধ একটাই যে, তাঁরা ‘দলিত’। দলিত হওয়ার কারণেই এহেন ‘সাজা’ পেল ওই তিন কিশোর। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর পেরামবালুর জেলার সিরুকুদাল গ্রামে। এই ঘটনায় তিন উচ্চবর্ণের যুবককে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, ১০-১৫ বছরের তিন দলিত কিশোর খোলা মাঠে প্রাতঃকৃত করতে গিয়েছিল। তখনই উচ্চবর্ণের তিন যুবক এসে তাদের বলে, নিজেদের মলমূত্র পরিষ্কার করে বস্তায় ভরে নিয়ে যেতে। অভিযুক্তদের নাম অবিনেশ, সেলভা কুমার এবং সিলামবারাসন।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা কিম কি দুকের জীবনাবসান
তাদের তফসিলি জাতি-উপজাতি আইনে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পর গ্রামে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। নির্যাতিত কিশোরদের পরিবারের লোকজন সহ গ্রামবাসীরা ব্যাপক বিক্ষোভ দেখান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আশ্বস্ত করলে পথ অবরোধ তুলে নেয় তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584