নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
রাতের অন্ধকারে তিনজন কাঠ পাচারকারীকে হাতে নাতে ধরলো বনদপ্তরের কর্মীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বাঁকুড়ার সোনামুখী রেঞ্জের কাশীপুর এলাকায়।
বনদপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরে বনকর্মীরা সোনামুখী রেঞ্জের স্থানীয় কাশীপুর জঙ্গল থেকে এই তিনজন কাঠ পাচারকারীকে হাতে নাতে ধরেন। ধৃতদের নাম সুকুমার বাগদী, কানাই বাগদী ও মিলন লোহার। তাদের প্রত্যেকের বাড়ি কাশীপুর গ্রামে।
সোনামুখীর বনাধিকারিক দয়াল চক্রবর্ত্তী জানিয়েছেন, বুধবার বিকেলের ঝড়ে কাশীপুর জঙ্গলে বেশ কিছু গাছ উল্টে যায়। ধৃত তিন পাচারকারী রাতের অন্ধকারে ঐ সব গাছ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
আরও পড়ুনঃ ব্রাউন সুগার সহ গ্রেফতার ১ যুবতী
কর্তব্যরত বনকর্মীরা তাদের হাতে নাতে ধরে ফেলেন। বনদপ্তরের পক্ষ থেকে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনকি এই পাচারকারী চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা, তারা তা তদন্ত করে দেখছেন বলেও তিনি জানান ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584