দিনহাটার ব্যাঙ্ক ডাকাতি আদতে ভুয়ো! ঘটনায় জড়িত ব্যাঙ্কের ক্যাশিয়ার সহ আরও ২

0
101

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

গতকাল মঙ্গলবার কোচবিহার জেলার দিনহাটায় উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কে ১৯ লক্ষ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে বলে প্রচারিত হয়। ঘটনায় নড়েচড়ে বসে দিনহাটার পুলিশ। তড়িঘড়ি তদন্তে নেমে বুধবার পুলিশ ব্যাঙ্কের ম্যানেজার, ক্যাশিয়ার ও একজন অস্থায়ী কর্মীকে গ্রেফতার করেন। তারপর তিনজনকে দীর্ঘক্ষণ জেরার পর উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

Bank
প্রতীকী চিত্র

তথ্যে জানানো হয় ,মঙ্গলবার ব্যাঙ্কে যে ডাকাতির খবর রটেছিল সেটা আদৌতে একটি গুজব। আসলে গতকাল যে ডাকাতির ঘটনা ঘটেছে সেটি একটি পূর্ব কল্পিত প্ল্যান ছিল। আর এই প্ল্যানের হোতা ব্যাঙ্কের ক্যাশিয়ার আতারুল রহমান। তার সহযোগী ছিলেন ব্যাঙ্কের ম্যানেজার অভিজিৎ ভৌমিক এবং সাধারণ কর্মী চন্দ্রশেখর বর্মন।

তদন্তে বেরিয়ে আসে চক্ষু চড়কগাছ করার মতো কাহিনী। পুলিশের বয়ান অনুযায়ী ব্যাঙ্কে কোন প্রকার ডাকাতির ঘটনা ঘটেনি। তিন যুবক ব্যাঙ্কে এসে ১৯ লক্ষ টাকা নিয়ে লোপাট দিয়েছে বলে ব্যাঙ্ক যে বয়ান দিয়েছিল। সেই তিনজন যুবক ক্যাশিয়ার আক্তারুলের ঠিক করা লোক।

আরও পড়ুনঃ মোদি-মমতা বৈঠকে বিএসএফ থেকে শুরু করে টিকা, আলোচনায় এসেছে রাজ্যের বিভিন্ন দাবিদাওয়া

আসলে ব্যাঙ্কের ঐ টাকা গুলো ক্যাশিয়ার আতারুল ধীরে ধীরে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। এখন কাস্টমারদের ফাঁকি দিতে এমন ডাকাতির নাটক সাজিয়েছিলেন আতারুল। তাঁর এই কাজে সহযোগী ছিলেন ব্যাঙ্কের ম্যানেজার ও একজন অস্থায়ী কর্মী। আপাতত এই ভুয়ো ডাকাতির ঘটনায় এই তিনজন পুলিশি হেফাজতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here