কেশিয়াড়ী ছিনতাই কাণ্ডে গ্রেফতার ৩

0
49

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ীতে ছিনতাইয়ের ২৩ দিনের মাথায় গ্রেফতার মূল তিন অভিযুক্ত। গ্রেফতারের পর অভিযুক্তদের নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।শুক্রবার তাদের তিনজনকে মেদিনীপুর আদালতে তোলা হবে।

ধৃত।নিজস্ব চিত্র

প্রসঙ্গত গতমাসের ৩০ তারিখ পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ী থানার কেশিয়াড়ী বাজার এলাকা থেকে ভরদুপুরে এক লক্ষ সাত হাজার টাকা ছিনতাই করে তিনজন বাইকে আসা দুষ্কৃতী।পরে কেশিয়াড়ী থানায় অভিযোগ করা হয় ওই ব্যবসায়ীর পক্ষ থেকে।ঘটনার তদন্তে নেমে কেশিয়াড়ী থানার পুলিশ অভিযুক্ত তিন জনকে নিজেদের বাড়ি গ্রেফতার করে।

ধৃত।নিজস্ব চিত্র

তাদের মধ্যে পঞ্চানন সিং(মুরগি) বাড়ি কেশিয়াড়ী থানার জামবনীতে,কিশোর বিশাল(মউসি) বাড়ি ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়ার আঁধারিয়া গ্রামে,অপরজন হলেন শম্ভু পাল,বাড়ি নারায়ণগড় থানার ফুলগেড়িয়াতে।পুলিশ সুত্রে খবর এদের কাছে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া ব্যাঙ্কের কাগজপত্র সহ ভোটার কার্ড।তবে এখনও উদ্ধার হয়নি ছিনতাই হওয়া সেই টাকা।

ধৃত পঞ্চানন সিংয়ের স্ত্রী।নিজস্ব চিত্র

পঞ্চানন সিং এর স্ত্রী দাবি করেছেন তার স্বামী এই ঘটনায় অভিযুক্ত নয়,তাকে ফাঁসানো হয়েছে।তিনি বিজেপি করার কারণে ছিনতাই ঘটনার দিন কোর্টে ছিলেন।

আরও পড়ুনঃ প্রকাশ্য দিবালোকে কলেজ পড়ুয়ার কাছ থেকে ছিনতাই

সনাতম দলুই,বিজেপি নেতা।নিজস্ব চিত্র

যদিও পঞ্চানন ওরফে মুরগি বিজেপি কর্মী নয় বলে দাবি বিজেপির কেশিয়াড়ী দক্ষিন মন্ডল সভাপতি সনাতন দোলুইয়ের।তিনি বলেন এই নামে কেউই তাদের বিজেপিতে নেই।নিজেদের দোষ ঢাকার জন্য তারা বিজেপি দাবি করছে। যদিও পরিবারের এই দাবি নিয়ে রাজনৈতিক চাপানউতর তৈরী হয়েছে।তিনজন কে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here