মনিরুল হক, কোচবিহারঃ
১২০ লিটার ভেজাল দুধ সহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার গোপনসূত্রে খবর পেয়ে ডোডেয়ারহাট এলাকায় অভিযান চালায় পুলিশ। এরপরেই ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুন্ডিবাড়ি থানার পুলিশ। ওই ৩ জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।
অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভেজাল দুধ বিক্রি হচ্ছিল। তারপরেই এবিষয়ে পুন্ডিবাড়ি থানায় অভিযোগ জানানো হয়। কিন্তু তা সত্বেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই ৩ ব্যক্তির নাম শংকর ঘোষ। তাঁর বাড়ি কোচবিহার কোতোয়ালী থানার অন্তর্গত ঘরঘরিয়া এলাকায়। অপর দুজনের নাম অমিত ঘোষ ও অভিজিৎ ঘোষ। তাঁদের বাড়ি পুন্ডিবাড়ি থানার ডোডেয়ারহাট এলাকায়।
আরও পড়ুনঃ মহেশতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
দীর্ঘদিন ধরে আমরা স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে ডোডেয়ারহাট এলাকায় ভেজাল দুধ বিক্রি হচ্ছিল। সেই অভিযোগের ভিত্তিতে একটি টিম গঠন করে আমরা তদন্তে নামি। এরপরেই ওই এলাকায় অভিযান চালিয়ে ওই ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে ১২০ লিটার ভেজাল দুধ উদ্ধার করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584