নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিমবঙ্গে ৮ দফা ভোট ঘোষণার পর রাজ্যের বিভিন্ন সীমান্তে শুরু হয়েছে নাকা তল্লাশি। বাংলা- ওড়িশা সীমান্তে পুলিশের নাকা তল্লাশিতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হল। গ্রেফতার করা হল তিন জনকে ।
বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার সীমান্ত এলাকায় সোনাকনিয়াতে নাকা তল্লাশি চলাকালীন একটি প্রাইভেট গাড়িতে সন্দেহজনক কিছু রয়েছে এই সন্দেহে তল্লাশি চালাতে গেলে গাড়ি নিয়ে পালাতে চেষ্টা করে ঐ ব্যক্তিরা ।
পরে জাতীয় সড়কে ধাওয়া করে তাদেরকে আটকে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ১ কুইন্টালের বেশি গাঁজা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা চালক সহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারা যায় ওড়িশার গঞ্জাম এলাকা থেকে গাঁজা নিয়ে দক্ষিণ চব্বিশ পরগণা জেলাতে পাচার করা হচ্ছিল।
আরও পড়ুনঃ জয়ঁগায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১
পুলিশ ধৃতদের আজ মেদিনীপুর জেলা দায়রা আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584