এবার পৃথিবীর দিকে ধেয়ে আসছে ৩ টি উল্কাপিণ্ড

0
69

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

২০২০ সাল হল একটা কালো বর্ষ। যাকে বলে বিশ বিষ। প্রথমে করোনা, তারপর ঘূর্ণিঝড়, পঙ্গপালের পর এবার পৃথিবীর দিকে ধেয়ে আসছে আরও বড় বিপদ। পৃথিবীর দিকে ছুটে আসছে ৩টি উল্কাপিণ্ড।

monster asteriods | newsfront.co
সংবাদ চিত্র

‘গ্লোবালনিউজ ডট্ কম’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে থেকে জানা যায়, নাসা জানাচ্ছে, ৬ জুন থেকে শুরু করে একাধিক উল্কাপিণ্ড পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে। এই তিনটি উল্কাপিণ্ডের নাম কী? কখন প্রবেশ করবে পৃথিবীর কক্ষপথে? বিস্তারিত জেনে নিন।

উল্কাপিণ্ড ২০০২ এনএন৪

দ্রুত পৃথিবীর কক্ষপথে প্রবেশ করবে এই উল্কাপিণ্ডটি। প্রতি ঘন্টায় ৭.৪৮ মিলিয়ন কিমি গতিবেগে ধেয়ে আসা এই উল্কাপিণ্ড ৬ জুন ৩টে ২০ মিনিটে পৃথিবীর সব থেকে কাছাকাছি থাকবে। এই উল্কাপিণ্ডটি ২৫০ মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে। এটি প্রায় ১৩৫ মিটার চওড়া। পৃথিবী থেকে এর নিকটতম দূরত্ব পৃথিবী ও চাঁদের দূরত্বের ১৩ গুণ বেশি হবে।

উল্কাপিণ্ড ২০১৩ এক্সএ২২

৮ জুন পৃথিবীর কক্ষপথে প্রবেশ করবে এই উল্কাপিণ্ডটি। সোমবার ৩টে ৪০ মিনিটে ঢুকে পড়বে পৃথিবীর চৌহদ্দিতে। এটি পৃথিবীর আরও কাছে আসবে। তবে এটি আকারে বেশ ছোট। লম্বার মোটামুটি ১৬০ মিটার দীর্ঘ। গতি ঘন্টায় ২৪.০৫০ কিমি।

উল্কাপিণ্ড ২০১০ এনওয়াই ৬৫

২৪ জুন ভোর ৬টা ৪৪ মিনিটে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করবে এই উল্কাপিণ্ডটি। এটি লম্বায় ৩১০ মিটার। বাকি উল্কাপিণ্ডগুলির তুলনায় এর গতিবেগ অনেক বেশি। এর গতি প্রতি ঘন্টায় ৪৬.৪০০ কিমি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here