নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের একটি চার্চে কিছু দুষ্কৃতী ভাঙচুর চালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পরে এলাকায়।
এনটিভি সূত্রের খবর, আরএসএস এবং বিজেপির দুষ্কৃতীদের হামলায় শনিবার ভগবানপুরের ওই গির্জায় ভাঙচুর চালানো হয়। অভিযোগ, আট জনের একটি দল ‘জয় শ্রী রাম’ বলে চিৎকার করে গির্জার মূল ভবনের বাইরে পরপর দুটি বোমা ফেলে। এর জেরে গির্জায় প্রার্থনা জানাতে আসা মানুষরা ত্রস্ত হয়ে যে যেদিকে পারে ছুটে পালায়। এরপরে ওই দুষ্কৃতীরা গির্জায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়।
আরও পড়ুনঃ এআইএসএ-র তরফে শহরে সিএএ-এনআরসি বিরোধী মিছিল
জানা গেছে, ভিতরে থাকা চেয়ার, টেবিল, জানলার কাঁচ, মাইক্রোফোন ভেঙে টুকরো টুকরো করে দেয় তারা। বেরনোর আগে যাজকের গাড়ি ভাঙচুরও করে।
এন্ডিটিভি সূত্রে খবর, এখনও পর্যন্ত ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। গির্জার যাজক অলোক ঘোষ স্থানীয় বিজেপি এবং আরএসএস কর্মী বলে দাবি করা আট ব্যক্তির নামে পুলিশে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুনঃ সেনা বাহিনীর প্রতিরক্ষা প্রধান পদে নাম ঘোষণা বিপিন রাওয়াতের
পশ্চিমবাংলায় গির্জা ভাঙচুরের মতো এরকম নিকৃষ্ট ঘটনা এই প্রথম। ফলত বিভিন্ন মহলে এই নিয়ে নিন্দা শুরু হয়েছে। জেলা বিজেপি নেতৃত্ব গির্জা ভাঙচুরের ঘটনাটি অস্বীকার করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584