পিয়ালী দাস, বীরভূমঃ
রামপুরহাট থানার ডাক্তার পাড়ার নবীন ক্লাবের কাছেই রামপুরহাট থানার পুলিশ অস্ত্র সহ গ্রেফতার করে তিন বিজেপি নেতাকে। একজন সোমনাথ ঘোষ জেলা কিষান মোর্চার সভাপতি, অমিত প্রামানিক ও কার্তিক মন্ডল, এরা দুজনেই কিষান মোর্চার সদস্য।
তিন জনেরই বাড়ি রামপুরহাট থানা এলাকাতেই। শুক্রবারেই তিন জনকে অস্ত্র আইন সহ একাধিক জামিন অযোগ্য ধারা দিয়ে রামপুরহাট মহকুমা আদালতে পাঠায় পুলিশ। ১৪ দিনের রিমান্ড চেয়েছে রামপুরহাট থানার পুলিশ। রামপুরহাট থানার আইসি সন্দীপন চট্টোপাধ্যায় জানান বিশেষ সুত্রে খবর পেয়ে আমরা এদের গ্রেফতার করেছি, বেআইনী সেভেন এম এম পিস্তল ও একটি কার্তুজ পেয়েছি।
আরও পড়ুনঃ মদ্যপ অবস্থায় কাকিমাকে হাতুড়ি মেরে খুন, ধৃত পুলিশকর্মী
সমস্ত প্রমান সহ বিভিন্ন জামিন অযোগ্য ধারা দিয়ে আমরা আদালতে পেশ করেছি তিন জনকে। ১৪ দিনের রিমান্ডেরও আবেদন জানানো হয়েছে। এদিকে রামপুরহাট শহরে শোরগোল পরে গেছে এই তিন বিজেপি নেতার গ্রেফতারে। বিজেপি জেলা সহ সভাপতি শুভাশীষ চৌধুরী জানান, পুলিশ উদ্দেশ্য প্রণোদিত ভাবে এদের গ্রেফতার করেছে, পুরো টাই ষড়যন্ত্র, শাসক দলের অঙ্গুলী হেলনেই পুলিশ এই কাজ করছে।
আমরা এব্যাপারে আন্দোলন করবো প্রয়োজনে উচ্চ আদালতের দ্বারস্থ হবো।এবিষয়ে হাঁসন বিধানসভার কংগ্রেস বিধায়ক মিলটন রশিদ জানান অস্ত্র রাখা বেআইনি,যদি লাইসেন্স না থাকে। যাদের কে পুলিশ গ্রেফতারে করেছে তারা কোন দলের সেটা বড় ব্যাপার নয় বেআইনী অস্ত্র ছিলো মানে সে দুষ্কৃতি।
আরও পড়ুনঃ আনন্দপুরে মায়ের প্রেমিকের মাথায় ইট মেরে খুন ছেলের, ধৃত মা
প্রশাসনের কাছে রাজ্য সরকার কেন্দ্র সরকার সবার কাছে আমার অনুরোধ এমন বেআইনী অস্ত্র অনেকের কাছে আছে তারা সকলেই দুষ্কৃতি, এদের সকলকেই যেন পুলিশ গ্রেফতার করে। আইন যেন সবার জন্য এক হয়।
বীরভূম জেলা তৃণমূলের সহ-সভাপতি অভিজিৎ সিংহ জানিয়েছেন যেমন দল তেমন কর্মী। দলের কেন্দ্রীয় নেতারা মানুষকে গুলি করার নির্দেশ দিচ্ছে তাই নিচুতলার বিজেপি কর্মী নেতারা বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তৎপরতার সঙ্গে অভিযুক্তদের গ্রেফতার করেছে এটাই স্বস্তির খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584