সাগরপাড়ায় বল ভেবে বোম নিয়ে খেলতে গিয়ে গুরুতর আহত তিন শিশু

0
54

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

বল ভেবে বোম নিয়ে খেলা করতে গিয়ে গুরুতর আহত হল তিন শিশু। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার সাহেবনগর অঞ্চলের লালকুপ মাহাতাব কলোনিতে। আহত ওই তিন শিশুর নাম রাজা সেখ (১০), আকাশ সেখ (১২), সামীম সেখ (০৯)। সকলের বাড়ি একই জায়গায়।

Bomb explosion
প্রতীকী চিত্র

পরিবার সূত্রে জানা যায়, সকাল দশটা নাগাদ বাড়ির কাছে একটি দোকানে খেলাধুলাও করছিল ওই বাচ্চারা, সেই সময় অন্য এক ছেলে তাদেরকে খেলার জন্য ডেকে নিয়ে যায় একটি ছাদ বিহীন ঘরের মধ্যে। জানা গিয়েছে, ওই ঘরের মধ্যেই বোমগুলো ছিল, সেই বোম গুলোকে বল ভেবে খেলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান। দুর্ঘটনার সময় কেউ বাড়িতে ছিলেন না বলেও জানা যায়।

Family
শোকাহত পরিবার। নিজস্ব চিত্র

আহত বাচ্চাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পরিবার সূত্রে আরও জানা যায়, তাদের পরবর্তীতে কলকাতায় স্থানান্তর করা হচ্ছে।

আরও পড়ুনঃ জমি বিবাদের জেরে দাদার হাতে ভাই খুন খড়গ্রামে

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাগরপাড়া থানার ওসি বিশ্বজিৎ হালদার সহ বিশাল পুলিশ বাহিনী। কে বা কারা কি উদ্দেশ্যে বোমা মজুত করে রেখেছিলেন ওই জায়গায় তার তদন্ত করছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here