নিম্নমুখী বাজারের গোদের উপর অতিবর্ষণের বিষফোঁড়া,মাথায় হাত আলু-পেঁয়াজ চাষীদের

0
204

শ্যামল রায়,কালনাঃ

The potato and onion market down
ছবিঃ প্রতীকী

হঠাৎ করে অতি বর্ষণে পেঁয়াজ ও আলু চাষিদের মাথায় হাত।বুধবার কালনা মহকুমা কৃষি আধিকারিক সূত্রে জানা গিয়েছে যে এ পর্যন্ত ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।এই অতি বর্ষণে আলু ও পেঁয়াজ চাষে ব্যাপক ক্ষতি হবে।তবে বোরো চাষের ক্ষেত্রে এই বৃষ্টির দরকার ছিল বলে কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে।

বর্তমান মাঠে পেঁয়াজ তোলার কাজ চলছে সেই সাথে আলুও।কিন্তু এই বৃষ্টির ফলে পেঁয়াজ এবং আলুর ব্যাপক ক্ষতি হবে বলে চাষীদের অভিযোগ।একদিকে পেঁয়াজ ও আলুর ব্যাপক ফলন হলেও বাজারদর নেই তাই অনেকেই দিশেহারা হয়ে পড়ছেন।বুধবার পূর্বস্থলী অঞ্চলের চাষী অমিতাভ চ্যাটার্জি নেপাল চক্রবর্তী লাল শেখ প্রমুখ জানিয়েছেন যে, অতিবৃষ্টিতে আলু চাষে ব্যাপক ক্ষতির সম্ভাবনা।

আরও পড়ুনঃ নেই দাম তার উপর দুর্যোগ, কপালে ভাঁজ আলুচাষীদের

পূর্বস্থলী ২ নং ব্লকে ব্যাপক পেঁয়াজ আলু চাষ হয়।বৃষ্টিতে চাষিদের মাথায় হাত।সেইসাথে মন্তেশ্বর এলাকা কালনা ১ ও ২নং ব্লকের প্রচুর আলু চাষ হয়ে থাকে তাই এই বৃষ্টিতে আলুর পচন ধরবে এই আশঙ্কায় ভুগছেন চাষীরা।চাষীদের অভিযোগ যে আলু ও পেঁয়াজ যেভাবে ফলন ভালো হয়েছে তাতে বাজার নিম্নমুখী হওয়ায় চিন্তার মধ্যে পড়েছেন তারা।

আলুর দাম বাজারে কেজি প্রতি ১০ টাকা।আলু ৫ টাকা। চাষীদের অভিযোগ আলু ও পেঁয়াজ চাষে যেভাবে খরচ হয়েছে তাই লোকসানে পড়তে হবে তাদেরকে।অনেকে বলছেন সরকার নানান ধরনের প্রকল্পের কথা ঘোষণা করলেও সেই প্রকল্পের সুযোগ সুবিধা পেতে এবং চাষের ক্ষেত্রে সেরকম একটা উপকারে লাগবে না।কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা করার জন্য এবং আলু এবং পেঁয়াজ চাষের ন্যায্যদাম চাষিরা পান সেই দিকে নজর রাখার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে অনুরোধ করেছেন স্থানীয় চাষিরা।

পূর্বস্থলী২ নং নম্বর ব্লকের বিস্তীর্ণ অঞ্চলে পেঁয়াজ উঠতে শুরু করেছে কিন্তু বৃষ্টিতে পেঁয়াজের জমি জলের তলায় তাই অনেকেই মনে করছেন পেঁয়াজ পচে যাবে,ফলে ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে চাষীদের।কালনা মহকুমা কৃষি আধিকারিক আশীষ কুমার বাড়ৈ জানিয়েছেন যে,বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়েছে এই সময়ে বৃষ্টির দরকার ছিল না কিন্তু বৃষ্টি হওয়ার কারণে বোরো চাষিদের ক্ষেত্রে কিছুটা হলেও সুবিধা হবে।কিন্তু একদিকে আলু পেঁয়াজের দাম নেই তাই মাথায় হাত চাষীদের তার উপর আবার প্রাকৃতিক বিপর্যয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here