নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর এলাকায় অবৈধ ভাবে সাইকেল ও গাড়ির স্ট্যান্ড বানিয়ে টাকা তোলার অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে যে এ দিন ঘোষপুকুরের ইকো পার্কে পর্যটকদের ঢল উপচে পড়ে। এই দেখে বাইরে থেকে আসা সকল পর্যটকদের গাড়ি থেকে অবৈধ ভাবে টাকা তোলার অভিযোগ ওঠে স্থানীয় কিছু যুবকদের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ এলাকায় চুরির প্রতিবাদে আন্দোলনের পথে বিধায়ক
এরপর পর্যটকরা এই বিষয় নিয়ে ঘোষপুকুর বন বিভাগের কর্মীদের জানায়। এরপর ঘোষপুকুর বন বিভাগের তরফে স্থানীয়রা বিষয়টি জানায়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধাননগর থানার পুলিশ। এরপর পুলিশ অবৈধ ভাবে টাকা তোলার অভিযোগে তিনজনকে আটক করে। কিন্তু তাদের গাড়িতে তুলতে গেলে স্থানীয়রা চরাও হন পুলিশকর্মীদের উপর। এরপর বেশ কিছুক্ষণ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
আরও পড়ুনঃ ভাটপাড়া নাগালের বাইরে হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ গেরুয়া বাহিনী
অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে ছুটে যায় গ্রামীণ ডিএসপি অচিন্ত্য গুপ্ত, ফাঁসিদেওয়া থানার ওসি সুজিত লামা। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। এরপর পুলিশ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।
ধৃতদের নাম সঞ্জীব সিংহ, সঞ্জয় দত্ত ও সুকুমার বেগ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এই মুহূর্তে কিছু বলা যাবে না বলেই জানিয়েছেন, ডিএসপি অচিন্ত্য গুপ্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584