পিয়ালী দাস, বীরভূমঃ
নদীর জলে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হল একই পরিবারের এক নাবালক সহ দুই যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার বীরভূমের মহম্মদ বাজার থানার ময়ূরাক্ষী নদীর আঙ্গারগড়িয়ার বড়াম ঘাটে। ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃতদেহ সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতেরা ৩ জন মাসতুতো ভাই, রোহন শর্মা বয়স ১৬ বছর, বাড়ি আঙ্গারগড়িয়া গ্রামে এবং তার দুই মাসির ছেলে রাহুল শর্মা(২২)ও রোহিত শর্মা(২৫) বাড়ি মল্লারপুর থানার রসুলপুর গ্রামে। রোহনের পরিবার মা কে নিয়ে বেড়াতে এসেছিল মাসির বাড়ি। সম্প্রতি রোহিত ভারতীয় সেনাবাহিনীতে চাকরি পেয়েছিল।
আরও পড়ুনঃ গঙ্গারামপুরে গোষ্ঠীদ্বন্দ্বের তদন্তে উদ্ধার কারবাইন
কিছুদিনের মধ্যে কাজে যোগদান করার কথা ছিল বলেই জানা গিয়েছে। এদিন তিনজন মিলে ময়ুরাক্ষী নদীর জলে স্নান করতে গিয়েছিল, দুপুরে তাদের মৃতদেহ নদীর জল থেকে উদ্ধার হয়। প্রাথমিকভাবে অনুমান কোন একজন নদীর জলে তলিয়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে বাকি দুইজন ডুবে যায়। স্থানীয় মানুষজন ও মহম্মদ বাজার থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে প্রথমে মহম্মদ বাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এবং চিকিৎসকরা তাদের তিনজনকে মৃত বলে ঘোষণা করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584