আনলক ওয়ানের শুরুতেই মালদহে পথ দুর্ঘটনা বাড়ছে

0
39

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

মালদহের আনলক ওয়ান শুরু হতেই রাস্তায় যানবাহনের গতি বেড়ে গিয়েছে। লাগামহীন ও বেপরোয়া গাড়ি চালানোয় গত ৪৮ ঘন্টায় এই জেলায় মোট সাতজন প্রাণ হারিয়েছেন। তারমধ্যে ইংলিশবাজারে একটি দুর্ঘটনাতেই তিন ভাইয়ের মৃত্যু হয়।

road accident | newsfront.co
নিজস্ব চিত্র

বুধবার সকালে মালদহের গাজোলের আলমপুর ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর দুটি ডাম্পারের রেষারেষির জেরে এক ডাম্পার চালকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ আমপানের ক্ষয়ক্ষতি দেখতে আজ রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল

অন্যদিকে ইংলিশবাজার বাইপাসে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মোথাবাড়ির বাসিন্দা, সম্পর্কে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার জেরে স্থানীয়দের পথ অবরোধে সমস্যায় পড়ছেন এলাকাবাসী। লকডাউনের সময় জেলায় তেমন কোনও দুর্ঘটনার খবরও পাওয়া যায়নি।

সোমবার থেকে লকডাউন শিথিল হওয়ায় ফের জেলায় যানবাহন চলাচল শুরু হয়। তবে বর্তমানে রাস্তায় অন্যান্য সময়ের তুলনায় গাড়ি কম চলছে। পুলিশের বক্তব্য, করোনা ভাইরাস মোকাবিলায় ব্যস্ত থাকায় রাস্তায় পুলিশ টহল দেওয়ার সময় কম পাচ্ছে। তবে ফের ট্রাফিক পুলিশ বাইক সহ অন্যান্য যানবাহন চেকিং শুরু করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here