অস্ত্রসহ মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ধৃত তিন

0
100

নিজস্ব প্রতিবেদক, মুর্শিদাবাদ:

গত রবিবার  মুর্শিদাবাদের হরিহরপাড়ায় রাত ৯ টা নাগাদ গোপন তল্লাশি চালিয়ে কিষাণ মান্ডি বাজার এলাকা থেকে আটক তিন জনকে করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান সাটার, দুই রাউন্ড গুলি ও একটি ছুরি। ধৃতদের নাম নাজবুল সেখ(২৫), বিশ্বজিৎ দাস(২৫) ও বাসুদেব দাস(৫০)। নাজিবুল সেখের বাড়ি বলরামপুর, বিশ্বজিৎ দাস ও বাসুদেব দাস-এর বাড়ি হরিহরপাড়া থানার চোয়া এলাকায়। সোমবার ধৃতদের আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, রবিবার রাত ৯ টা নাগাদ হরিহরপাড়া থানা কিষান মান্ডি বাজার এলাকার ৬ জন দূষ্কৃতি ছিনতাই-এর উদেশ্যে সমবেত হয়। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয়। তিনজনকে আটক করতে পারলেও পালিয়ে যায় অন্য তিনজন। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান সাটার, দুই রাউন্ড গুলি ও একটি ছুরি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here