কাফ সিরাপের বিষক্রিয়ার জেরে মৃত্যু ৩ শিশুর, অভিযোগ দিল্লির মহল্লা ক্লিনিকের বিরুদ্ধে

0
73

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

কাফ সিরাপের বিষক্রিয়ার কারণে দিল্লির মহল্লা ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ উঠল তিন শিশু মৃত্যুর। ক্লিনিকের তিন চিকিৎসক ওই ওষুধ দিয়েছিলেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ওষুধ সেবনের পর ওই তিন শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে কলাবতী শরণ শিশু হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তাদের মৃত্যু হয়। ঘটনার পর ওই তিন ডাক্তারকে সাসপেন্ড করেছে কেজরিবাল সরকার।

Delhi clinic
সৌজন্যেঃ পিটিআই

উক্ত ঘটনায় বিজেপি এবং কংগ্রেস মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের পদত্যাগ সহ তিন শিশুর পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করেছে। জানা গেছে যে, কলাবতী শরণ শিশু হাসপাতালে গত ২৯ জুন থেকে ২১ নভেম্বর পর্যন্ত এক থেকে ছয় বছর বয়সী শিশুদের মধ্যে ডেক্সট্রোমেথরফান বিষক্রিয়ার ঘটনা ঘটেছে।

ওই হাসপাতালের একজন সিনিয়র ডাক্তার সংবাদমাধ্যম পিটিআই-কে বলেন, “ওই শিশুদের মধ্যে বেশিরভাগ শিশুরই শ্বাসকষ্টের সমস্যা ছিল। যে তিন শিশু মারা গেছে তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল।”

আরও পড়ুনঃ মহারাষ্ট্রে প্রতিহিংসার আগুনে নিহত ২৫০ কুকুর! অবশেষে বন দফতরের জালে ২ বানর

এ প্রসঙ্গে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, “শিশু মৃত্যুর ঘটনায় ৩ চিকিৎসককে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। ঘটনার তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে, দোষীদের ছাড় দেওয়া হবে না।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here