নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
করোনার আক্রমণে বন্ধ হল মালদহ জেলা আদালত। জেলা ও দায়রা বিচারক বিভাস পট্টনায়ক বৃহস্পতিবার এক লিখিত নির্দেশে জানিয়েছেন, মালদহ আদালতের এক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ দু’জন করোনায় আক্রান্ত হয়েছেন। সেইসঙ্গে মালদহে সার্বিকভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আদালতের কাজ বন্ধ থাকবে।
আরও পড়ুনঃ কোভিড আক্রান্ত এডিএম, আতঙ্ক উত্তর দিনাজপুরে
আপাতত রিমাইন্ড ফাইল করার জন্য একটি মাত্র আদালত চালু থাকছে। আইনজীবীরা এক বৈঠক করে ঠিক করে এবং জেলার করোনা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হওয়ায় আদালত বন্ধের সিদ্ধান্তে সহমত পোষণ করেন। উল্লেখ্য, ইতিমধ্যেই ইংলিশবাজার শহরে কঠোর লকডাউন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তার ফলে আদালতের স্বাভাবিক কাজকর্ম পরিচালনার ক্ষেত্রেও যথেষ্ট প্রভাব পড়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। তাই তারা আপাতত আদালত বন্ধ রাখার বিষয়টি মেনে নিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584