ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
বেলেঘাটা আইডিতে রাজ্যের প্রথম তিন করোনা আক্রান্ত চিকিৎসায় সংক্রমণ মুক্ত। রবিবার বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্র এমন খবরই মিলেছে। জানা গিয়েছে, তিন জনেরই করোনা পরীক্ষার প্রথম রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে হু’ র নির্দেশ মতো আটচল্লিশ ঘন্টা পর ফের তাদের পরীক্ষা হবে।
এ রাজ্যের প্রথম করোনা আক্রান্ত আমলাপুত্র বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন গত ১৭ মার্চ। এরপর লন্ডন ফেরত বালিগঞ্জের এক যুবকের দেহে করোনাভাইরাস মেলে। তার থেকে সংক্রমিত হন তাঁর বাবা। পরে স্কটল্যান্ড ফেরত হাবরার এক যুবতীর দেহে মেলে ভাইরাসের সংক্রমণ।
তিন জনেরই চিকিৎসা চলছে বেলেঘাটা আইডি হাসপাতালে।আমলা পুত্র, বালিগঞ্জের যুবকের বাবা ও হাবরার তরুণীর শনিবার যে পরীক্ষা হয়েছে তার রিপোর্ট নেগেটিভ। তবে বালিগঞ্জের যুবকের সংক্রমণ সেরেছে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে চিকিৎসকদের মনে। তাই তার লালারসের নমুনা ফের পরীক্ষা করার সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুনঃ দিল্লির আক্রান্তের সঙ্গে দেখা করেও ট্রেনে ফিরে আসে নদিয়ার পরিবার
চিকিৎসকরা জানিয়েছেন, বেলেঘাটা আইডি হাসপাতালে করোনাভাইরাসের চিকিৎসায় ব্যবহার করা হয়েছে হাইড্রক্সি ক্লোরোকুইন, অ্যাজিথ্রোমাইসিনের মতো চেনা ওষুধ। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, আপাতত সেই পদ্ধতিতেই অন্যান্য হাসপাতালেও করোনা চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে দেওয়া হবে সাপোর্টিভ ট্রিটমেন্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584