নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুরে বাড়ি ফিরলেন ৩ করোনা জয়ী। নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও রোগমুক্ত হচ্ছেন অনেকেই। শনিবার বিকালে একসঙ্গে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন তিন ব্যক্তি। সুস্থ ওই তিনজনকে পুষ্প স্তবক ও মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা জানানো হয় স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে।
জানা গিয়েছে, সুস্থরা সকলেই উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা। কোভিড হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নিজের বাড়িতে ১৪ দিন হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দেন জেলা স্বাস্থ্য আধিকারিক। এনিয়ে জেলায় রায়গঞ্জ কোভিড হাসপাতাল থেকে মোট ৩৭ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
আরও পড়ুনঃ ক্লাব ঘরেই রয়েছে পরিযায়ী শ্রমিক
রায়গঞ্জ কোভিড হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন করোনা মুক্ত রোগীরা। ধীরে ধীরে করোনা আক্রান্ত রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার ফলে করোনা আতঙ্ক থেকে স্বস্তি পাবেন উত্তর দিনাজপুর জেলার মানুষ, এমনটাই অভিমত ওয়াকিবহাল মহলের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584