পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ উদয়পুরে শুরু হল মাটি, কৃষি, উদ্যান পালন মেলা।
রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রায়গঞ্জ মহকুমা কৃষিমেলার শুভ সূচনা হয়। তিনদিন ব্যাপী এই কৃষক মেলার উদ্বোধন করেন রাজ্যের শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, জেলা কৃষি অধিকর্তা ডঃ সুকান্ত বিশ্বাস, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কৃষক মেলা উদ্বোধন মঞ্চে রায়গঞ্জ মহকুমার ১৭ জন মৃত কৃষকদের পরিবারের হাতে দুলক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়ার পাশাপাশি কৃষকবন্ধু চেক প্রদান করা হয়।
মেলা চলবে আগামী ২৯ শে ডিসেম্বর পর্যন্ত। কৃষকদের কৃষি বিষয়ক নানান প্রশিক্ষন দেওয়ার ব্যবস্থা করেছে উত্তর দিনাজপুর জেলা কৃষি দফতর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584