নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
একই পরিবারের তিন জনের দেহ উদ্ধার হল শনিবার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি আলিপুরদুয়ার ২নং ব্লকের উত্তর চিকলিগুড়ি এলাকার। শুক্রবার রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়। তার নাম পিংকু পাল। কিন্তু এই ঘটনার পর তার পরিবারের বাকি ৩ জন নিখোঁজ ছিলেন।
শনিবার পিংকু পালের দুই মেয়ের মধ্যে এক মেয়ের মৃতদেহ উদ্ধার হয় রায়ডাক নদী থেকে। স্ত্রীরও মৃতদেহ পাওয়া গিয়েছে বক্সিরহাট এলাকার রায়ডাক নদী থেকে। ছোট মেয়েরও খোঁজ চলছে। ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা নদীতে তল্লাশি শুরু করেছে।
আরও পড়ুনঃ গাড়ি থেকে উদ্ধার তাজা বোমা
মানসিক অবসাদ ও অভাব অনটনের কারণে পিংকু বাবু দুই মেয়ে ও স্ত্রীকে মেরে নিজে আত্মঘাতী হয়েছেন বলে মনে করছে স্থানীয় মানুষজন। ঘটনাটিতে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আলিপুরদুয়ার ২ নং ব্লকের উত্তর চিকলিগুড়িতে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর চিকলিগুড়ির বাসিন্দা পিংকু পাল। তার বয়স ৪৫। গত বৃহস্পতিবার রাতে চারজনকে একসঙ্গে দেখা গিয়েছিল।
শনিবার এলাকার মানুষ একটি মৃত দেহ নদীতে ভাসতে দেখে খবর দেয় ভাটি বাড়ি পুলিশ ফাঁড়িতে। ভাটিবাড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ এসে দেখে বড়ো মেয়ে পায়েল পালের(১৩) দেহ এবং স্ত্রীর দেহ তুফানগঞ্জের বক্সিরহাট এলাকায় ভেসে উঠেছে।
এদিকে ভাটিবাড়ি পুলিশ ফাঁড়ির ওসি পার্থ বর্মন জানান, “কি কারণে এই মৃত্যু হল তা জানতে তদন্ত শুরু হয়েছে।” অন্যদিকে এমন অস্বাভাবিক মৃত্যুর খবর চাউর হতেই মানুষ ভিড় জমিয়েছে রায়ডাক নদীর পাড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584