নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক চালক সহ ২ জন।
পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার দুরমুঠের কাছে ১১৬বি জাতীয় সড়কে এটিএম মেশিনের টাকা ভর্তি এজেন্সির (গাড়ি টাকা বোঝাই ছিল) গাড়ি নন্দকুমার হাই রোডের দিয়ে কাঁথির দিকে যাচ্ছিল।
সেই সময় কাঁথির দিক থেকে একটি মোটর বাইক এবং একটি স্কুটি যাচ্ছিল মারিশদা থানার দিকে। প্রথমে ঐ এজেন্সির টাকা বোঝাই গাড়িটি বাইকটিকে ধাক্কা মারে।
আরও পড়ুনঃ দক্ষিণ দিল্লির রাস্তায় মাথায় বন্দুক ঠেকিয়ে বিমান চালকের গাড়ি লুঠ
পরে স্কুটি টিকেও ধাক্কা মেরে টানতে টানতে প্রায় ১০০ মিটার নিয়ে যায়। টাকা বোঝাই গাড়ি ও বাইকটিতে আগুন লেগে যায়। পাশে থাকা স্কুটিটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর বাইক চালক সহ মোট দুই জনের ঘটনা স্থলেই মৃত্যু হয়। গুরুতর আহতদের মারিশদা থানার পুলিশ এসে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। এজেন্সির গাড়ি থেকে টাকা সহ মোট চারজনকে উদ্ধার করে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584