খড়্গপুর শহরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৩,আহত ৫

0
56

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

ঠিক যেন একটা দুমড়ে মুচড়ে যাওয়া মুড়ির টিন! কিছুই নেই সামনের থেকে মধ্য অংশে। মৃত মানুষের সঙ্গে দলা পাকিয়ে একাকার! বৃহস্পতিবার রাতে খড়্গপুর শহরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ৩ ব্যক্তির মৃত্যুর পর এখন প্রশ্ন উঠেছে যে কতটা নিরাপদ এই পলকা টিনের তৈরি মারুতিগাড়ি? ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। তাদের খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

accident | newsfront.co
প্রতীকী চিত্র

ঘটনাটি ঘটেছে খড়্গপুর শহরের ইন্দা থেকে চৌরঙ্গী যাওয়ার রাস্তায় নিউটাউনের ঠিক মুখেই আনন্দনগর এলাকায়। পুলিশ জানিয়েছে দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যরাতে আনুমানিক রাত ১টা নাগাদ। মৃত দুই জন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বাসিন্দা। মৃত আর একজন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বাসিন্দা। বিষ্ণুপুর থেকে বিশেষ প্ৰয়োজনে তারা রাতেই খড়্গপুর শহরে আসছিলেন। খড়্গপুর শহরে ঢোকার ঠিক মুখেই বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির মধ্যে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের।

আরও পড়ুনঃ হাথরস কাণ্ডের প্রতিবাদে কোচবিহারে মিছিল-বিক্ষোভ তৃণমূলের মহিলা কংগ্রেসের

পুলিশ জানিয়েছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে মারুতি ভ্যানে করে আসছিলেন চালক সহ ৫জন। এদের মধ্যে কয়েকজন খড়্গপুর স্টেশনে আসছিলেন ওড়িশাগামী ট্রেন ধরার জন্য। অন্য দিকের গাড়িটি যাচ্ছিল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার উদ্দেশ্যে। আনন্দনগরের কাছে ২টি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মারুতি ভ্যানের চালক সঞ্জয় ধাড়া(২৬) এবং মারুতি ভ্যানেই থাকা আরও এক ২২ বছরের যুবক ধনু বাউরির।

আরও পড়ুনঃ দাঁতনে প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, মাথা ফাটল জেলা সভাপতির

এরা বাঁকুড়া জেলার বানীচর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। অন্যদিকে বিপরীত দিক থেকে আই-টেন গাড়িতে থাকা চন্দ্রকোনার বাসিন্দা সুমন রায় বলে একজনের মৃত্যু হয়। আহত হন ২টি গাড়ির আরও ৫যুবক।
গভীররাতে ঘটনাটি ঘটায় রাস্তায় জনপ্রাণী কেউ ছিলনা বললেই চলে। আশপাশের দোকানে ঘুমিয়ে থাকা কিছু মানুষ এবং দোকানের নিরাপত্তারক্ষীরা সংঘর্ষের শব্দে ছুটে আসে। খবর পেয়ে পৌঁছে যায় পুলিশও। প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় উদ্ধার করা সম্ভব হয় দুমড়ে যাওয়া গাড়ির মধ্যে খাঁচা বন্দি হয়ে থাকা মৃত ও আহতদের।

আরও পড়ুনঃ কোচবিহারে বিএসএনএল কর্মীদের হাতে হেনস্থার শিকার প্রাক্তন সেনাকর্মীরা

এদের সবাইকে খড়্গপুর মহকুমা হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে মেদিনীপুর ও বাঁকুড়া সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে এরমধ্যে মারুতি ভ্যানে থাকা ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আরও জানা গেছে ট্রেন ধরার তাড়া থাকার জন্যই মারুতির গতিবেগ অত্যন্ত দ্রুতছিল যে কারণে শেষ মুহূর্তে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here