নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ভয়াবহ পথদুর্ঘটনা ঘটল চন্দ্রকোনার কুঁয়াপুরে।রাজ্যসড়কের ধারে দাঁড়িয়ে থাকা মারুতি গাড়ির পেছনে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ৩ জনের ,গুরুতর আহত ৪ জন ৷ আহত ৪ জনকেই চন্দ্রকোনা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর স্থানান্তরিত করা হয় মেদিনীপুরে।
শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কুঁয়াপুরে চন্দ্রকোনা-মেদিনীপুর রাজ্যসড়কে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়,মৃত তিনজনের বাড়ি ঘটনাস্থল কুঁয়াপুরেই।মৃতদের নাম সেন্টু ঘোষ(৫৫),জয়দেব সেন(৪৫),জিতেন পূজারী(৩৫) ৷ মৃতদের মধ্যে সেন্টু ঘোষের ছেলে সুব্রত ঘোষকে গুরুতর আহত অবস্থায় মেদিনীপুরে স্থানান্তরিত করা হয় ।
আরও পড়ুনঃ ফুলবাড়িতে আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত ২
জানাযায়,শুক্রবার রাতে কুঁয়াপুরে রাজ্যসড়কের ধারে চন্দ্রকোনাগামী একটি মারুতি গাড়ি দাঁড়িয়ে ছিল এবং সেই গাড়ির চালকের সাথে স্থানীয় ৫-৬ জন কথা বলার সময় চন্দ্রকোনাগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা মারুতি গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে।মারুতি গাড়ি ট্রাকের ধাক্কায় সরে গেলে মারুতির পাশেই দাঁড়িয়ে থাকা তিনজনকে পিষে দেয় ঘাতক ট্রাকটি এবং দাঁড়িয়ে থাকা বাকিরাও গুরুতর চোট পায় ।
ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের,চন্দ্রকোনা হাসপাতালে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয় ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার বিশাল পুলিশ বাহিনী ও পরে ঘাটাল এসডিপিও ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। মৃত ও আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে।
আরও পড়ুনঃ প্রার্থী ঘোষণার পরই মাদারিহাটে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল
ঘটনায় মোট চারজন গুরুতর আহতকে চন্দ্রকোনা হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুরে।ভয়াবহ এই ঘটনার জেরে প্রায় দু’ঘন্টা বন্ধ হয়ে পড়ে চন্দ্রকোনা-মেদিনীপুর রাজ্যসড়কের যানচলাচল ৷পরে পুলিশ এসে তা স্বাভাবিক করে। ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে মারুতি গাড়িটি।ভয়াবহ এই পথ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584