নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদে পৃথক ঘটনায় বাজ পড়ে মৃত্যু হল তিন জনের। ঘটনাটি ঘটেছে খড়গ্রাম থানা শংকরপুর গ্রামে।শুক্রবার বিকেলে বজ্রাঘাতে মৃত হয় দুই ভাইয়ের। জানা যায় এই দিন দুই ভাই বিকেলে বিলে মাছ ধরছিল। হঠাৎ বিদ্যুৎ চমকিয়ে বাজ পড়ে। তখন সেই বজ্রাঘাতে মৃত্যু হয় দুই ভাইয়ের। মৃতদের নাম আব্বাস শেখ(২০), নেকবাস শেখ(১৩)।
পরিবার সূত্রে জানা যায়, অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে রাত ৯ টায় বিলে গিয়ে দেখতে পায় মৃত অবস্থায় পড়ে রয়েছে দুজনেই । অপরদিকে চাষের কাজ করতে গিয়ে বজ্রঘাতে মৃত্যু হল এক কৃষকের। শুক্রবার বিকাল চারটে নাগাদ বড়ঞা থানার অন্তর্গত গাফুলেশ্বর গ্রামে মাঠের ধান তোলার কাজ করার সময় বজ্রঘাতে মৃত্যু হল তার। মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ দাস (৪২)।
আরও পড়ুনঃ শিলিগুড়ি মহকুমার বিজলিমুণি থেকে গাঁজা সহ আটক একটি পিকআপ ভ্যান
বিকাল থেকেই মেঘলা আবহাওয়া থাকায় মাঠের ধান তুলতে গিয়েছিলেন তিনি। ধান তোলার সময় হঠাৎ বজ্রপাতে মৃত্যু হয় তার। ঘটনার খবর দেওয়া হয় বড়ঞা থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত কৃষকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়।
অপরদিকে খড়গ্রাম থানার পুলিশ রাতে দুই ভাইয়ের মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। একইদিনে কয়েকঘন্টার ফারাকে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584