নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ
রাতভর টানা বৃষ্টির কারণে এমনিতেই জলমগ্ন এলাকা। তারই মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ির দেওয়াল। আর তার নীচে চাপা পড়ে মৃত্যু হল একই পরিবারের ৩ জনের। মৃতদের মধ্যে একজন শিশুও ছিল বলে জানা গিয়েছে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের গোবর্ধনপুরের ঘটনা।
বৃহস্পতিবার রাতে খাওয়াদাওয়া করে মেয়ে ও নাতনিকে নিয়ে ঘুমোতে যান টগরা বিবি। রাত প্রায় ১টা নাগাদ আচমকা মাটির দেওয়ালটি পড়ে যায় তাঁদের ওপর। সেই আওয়াজ ও তাঁদের আর্ত চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। রাতভর ধংসস্তুপ সরিয়ে চলে উদ্ধারকাজ। কিন্তু শেষ রক্ষা হল না, তিনজনকেই মৃত অবস্থায় উদ্ধার করেন গ্রামবাসীরা।
আরও পড়ুনঃ প্রয়াত সাংবাদিক, গবেষক হপন মাঝি
এদিকে, শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপরই উত্তেজনা ছড়ায় গ্রামে। মৃতদের পরিবারের অভিযোগ, সরকারি আবাসনের জন্য আবেদন করা হলেও তাঁরা অনেক চেষ্টা করেও তা পাননি। তাই মাটির বাড়িতেই থাকতে হচ্ছিল তাঁদের।
আর তার জেরে এদিনের এই মর্মান্তিক ঘটনা ঘটল বলে দাবি করেন তাঁরা। জানা গিয়েছে, দেহ তিনটি ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে চাইলে বাধা দেন গ্রামবাসীরা। শেষে বিক্ষোভের মুখে এলাকা ছাড়তে হয় পুলিশকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584