শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা আক্রান্ত হয়ে এক দিনে তিন চিকিৎসকের মৃত্যু হল রাজ্যে। জানা গিয়েছে, হিমাদ্রি সেনগুপ্ত , তপন সিংহ এবং প্রদীপ ভট্টাচার্য নামে তিন চিকিৎসকেরই এদিন মৃত্যু হয়েছে। ওই তিন জনের চিকিৎসা চলছিল বিভিন্ন বেসরকারি হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাঁদের মৃত্যু হয়।

বিশিষ্ট কার্ডিওলজিস্ট তপন সিংহ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয়। এ দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়ে মৃত্যু হয়।
আরও পড়ুনঃ পোলক স্ট্রিটে বিধ্বংসী আগুন, নিয়ন্ত্রণে ২২টি ইঞ্জিন, উদ্ধার ব্যক্তি
করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ডাক্তার প্রদীপ ভট্টাচার্য শ্যামনগর-ভাটপাড়া অঞ্চলের এক চিকিৎসককে। ১৯৮৮ সালে এনআরএস হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করে চিকিৎসা শুরু করেন। বেশ কিছুদিন যাবৎ তিনি এ ভর্তি ছিলেন শহরের একটি বেসরকারি হাসপাতালে এদিন বিকেলে তার মৃত্যু হয়। এছাড়া হিমাদ্রি সেনগুপ্ত নামে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে এদিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584