নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বিপুল পরিমাণ মাদক ট্যাবলেট সহ তিন জনকে গ্রেফতার করা হল মুর্শিদাবাদে। পুলিশ সূত্রে খবর ট্যাবলেট গুলোর আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।
সোমবার মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ ও এসওজি টিমের যৌথ সহযোগিতায় বহরমপুর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতুর উপর থেকে একটি মারুতি গাড়ি সহ জাব্বার সেখ ও মানিক সরকার নামে দুই জনকে আটক করে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জাকির হোসেন নামে আরও একজনকে গ্রেফতার করে। তার কাছ থেকে ১২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। তিনজনকে গ্রেফতার করে মোট ৩২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুনঃ সুন্দরবন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ স্বেচ্ছাসেবী সংগঠনের
জানা গিয়েছে ধৃত তিন ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানা এলাকায়৷ এরা কোচবিহার থেকে ট্যাবলেট গুলি নিয়ে আসছিল মুর্শিদাবাদে। ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584