নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকার দুই নাবালিকাকে অপহরনের অভিযোগে গ্রেফতার একই পরিবারের তিনজন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।
পুলিশ জানিয়েছে ধৃতরা হল অজয় ঝা, রেণু ঝা ও শ্রীয়ালি ঝা। তিনজনই বিধাননগরের মুরালিগঞ্জ এলাকার বাসিন্দা। অপহৃত নাবালিকার পরিবার সূত্রে জানা যায় দুই নাবালিকাকে পাশের বাড়ির এক মহিলা রেণু ঝা দিল্লিতে বিয়ে খেতে যাবে বলে প্রলোভন দেয়। এরপর গত শনিবার ওই দুই নাবালিকা ব্যাঙ্কে যাবে বলে বের হয় বাড়ি থেকে।
এরপর দিন ফুরিয়ে রাতে হয়ে গেলেও বাড়িতে না ফেরায়। পরিবারের লোকজন ফোন করে ওই দুই নাবালিকাকে। এরপর নাবালিকার মধ্যে একজন বলে যে বান্ধবীর মা খুব অসুস্থ তাই মেডিকেলে আছি বাড়ি ফিরতে তাই দেরি হচ্ছে। এরপর ওই দিন কেটে যায় এবং পরের দিন সকালে যখন ওই নাবালিকাদের পরিবার ফোন করে তখন ফোন বন্ধ বলে। এরপরেই সন্দেহ হয় পরিবারের লোকজনের।
আরও পড়ুনঃ প্রতিবাদসভার পাশাপাশি বৈঠকের তোড়জোড় দুর্গাপুরে
রবিবার বিধাননগর থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করে দুই নাবালিকার পরিবার। এই ঘটনার তদন্ত শুরু করে বিধাননগর থানার পুলিশ। বিধাননগর থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর বিভিন্ন থানায় যোগাযোগ করে। এর মধ্যে ওই নাবালিকার মধ্যে একজন ট্রেনের কোন ঝালমুড়ি বিক্রেতার ফোন থেকে পরিবারকে ফোন করে বলে যে তারা বিয়ে করে নিয়েছে।
এই শুনে পরিবারের লোকজন ওই ফোন নম্বর বিধাননগর থানার পুলিশকে দেয়। পুলিশ ওই নম্বরের জিও লোকেসন ট্র্যাক করে। সোমবার বিহারের বোরলি থেকে ওই দুই নাবালিকাকে উদ্ধার করে আনা হয়। এরপর ওই দুই নাবালিকা পুলিশকে জানায় যে রেণু ঝা তাদের দুজনকে দিল্লিতে কাজ দেবে বলে নিয়ে যায়।
এমনকি ট্রেনে যদি কেউ জিজ্ঞাসা করে। তাহলে রেণু ঝাকে মা বলে বলতে নির্দেশ দেওয়া হয় ওই দুই নাবালিকাকে। এছাড়া ভুল নামে রেলের টিকিটও কাটা হয়েছিল। এদিন ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584