শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
নিজের দেশ ছেড়ে বঙ্গকন্যার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার ক্রোমা। কিন্তু সোমবার মধ্যরাতে জন্ডিস আক্রান্ত ৪ দিনের সদ্যোজাতকে নিয়ে তিন হাসপাতালে ঘুরে ভয়াবহ অভিজ্ঞতা হল তার। করোনার দোহাই দিয়ে কেউ ভর্তি নিতে চায়নি। শেষপর্যন্ত নিজের সন্তানকে পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার ক্রোমা।
গত ৪ জুন শ্যামবাজারের একটি বেসরকারি হাসপাতালে সন্তান প্রসব করেন ক্রোমার স্ত্রী পূজা দত্ত। জানা গিয়েছে, ক্রোমার চারদিনের সদ্যজাতের সন্তানের রবিবার বিকেলে জন্ডিস ধরা পড়ে। তাকে ফের হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চিকিৎসক। প্রথমে চার দিনের সন্তানকে নিয়ে যাওয়া হয় পিয়ারলেস হাসপাতালে। সেখানে তাকে ভর্তি নেওয়া হয়নি। এরপরে ঢাকুরিয়া আমরিতেও শ্যামবাজারের যে নার্সিংহোমে মেয়েটি জন্মেছিল, সেখানেও করোনার দোহাই দিয়ে সদ্যোজাতকে ভর্তি নেয়নি। অবশেষে পার্কস্ট্রিটের নেওটিয়া হাসপাতালে জন্ডিসে আক্রান্ত চারদিনের সদ্যোজাত সন্তানকে ভর্তি নেওয়া হয়।
আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত সিবিআই শীর্ষ আধিকারিক
হাসপাতাল সূত্রের খবর, ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলারের সন্তানকে পর্যবেক্ষনে রাখা হয়েছে। শেষপর্যন্ত পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ক্রোমার মেয়েকে ভর্তি নেওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, আপাতত স্থিতিশীল রয়েছে শিশুটির শারীরিক অবস্থা। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিন্তু কেন্দ্র এবং রাজ্যের কড়া নির্দেশ সত্ত্বেও যেভাবে বেসরকারি হাসপাতালগুলির মনোভাব নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584