নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
ডোমকলে মশা তাড়ানোর ধূপের আগুনে পুড়ে ছাই হল তিনটি বাড়ি। জানা গেছে, মশা তাড়ানোর ‘Mortein’ কয়েল থেকে আগুন-এর উৎপত্তি হয়েই ভস্মীভূত হয় একই পরিবারের তিনটি ঘর।
ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যরাতে মুর্শিদাবাদ ডোমকলের বর্তনাবাদ উত্তরপাড়া এলাকায়। আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পরিবারের লোকজন।
জানা যায়, ওইদিন রাতে সাইদুল মণ্ডল তার দুই ছেলে এবং স্ত্রীকে নিয়ে বাড়ির মধ্যেই ছিলেন। হঠাৎই মধ্যরাতে পোষ্য পশুর ঘরে আগুন লাগে এবং সেই আগুন ছড়িয়ে পড়ে অন্য ঘরে। তিনি জানান, ‘আগুনের ভয়ে পোষ্য ছাগলরা ডাকাডাকি শুরু করলে সাড়া পাই কিন্তু ততক্ষণে গোয়াল ঘর থেকে দুটো গরু সরাতে পারলেও চারটি ছাগলকে সরাতে পারিনি। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়’।
আরও পড়ুনঃ ভয়াবহ ভূমিকম্পের কবলে হাইতি, অসংখ্য প্রাণহানির আশঙ্কা, জারি হল সুনামি সতর্কতা
এরপর স্থানীয়দের চেষ্টায় কোনোমতে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় সরকারি আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন পরিবারের লোকজন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584