সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
গৃহস্থের বাড়িতে আগুন।আগুনে ভস্মীভূত তিনটি বাড়ি।অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক প্রৌঢ়ের।মৃতের নামক বৃদ্ধ বিজয় নস্কর(৭০)।মন্দির বাজার থানার ছকুরহাটের ঘটনা। অভিযোগ মঙ্গলবার রাতে পাশের বাড়িতে টিভি দেখতে যান নস্কর পরিবারের চার সদস্য । মৃতের মেয়ে স্ত্রী ছিলেন ডাক্তারখানায়।
বাড়িতে বৃদ্ধ।হঠাৎই আগুন দেখতে পায় স্থানীয়রা। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বেড়িয়ে আসতে পারেননি মৃত বৃদ্ধ।চারবস্তা ধানের কাছে আগ্নিদগ্ধ হয়ে পরেন তিনি।আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি থাকা তিনটি বাড়িতে।
স্থানীয়দের চেষ্টায় বেশ কয়েক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে। অগ্নিদগ্ধ বৃদ্ধের দেহ উদ্ধার করে গ্রামবাসীরা।খবর দেওয়া হয় মন্দির বাজার থানায়।পুলিশ এসে বৃদ্ধের দগ্ধদেহ নায়ারহাট হাসপাতালে পাঠায়।পরে সেই দেহ ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে পুলিশ।
আগুনের গ্রাসে ভস্মীভূত নস্কর পরিবারের সমস্ত সদস্যর শীতের পোশাক।পুড়ে ছাই হয়ে যায় সমস্ত মূল্যবান কাগজপত্রসহ বাড়ির আসবাসপত্র।বিধ্বংসী আগুন কেড়ে নিল হতদরিদ্র পরিবারের সব কিছু।মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ সমগ্র এলাকা।পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক অনুমান ঠাকুরের কাছে থাকা প্রদীপ থেকেই এই অগ্নিকান্ডের সূত্রপাত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584