নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
উনুনের ফুলকির আগুন পুড়ে ছাই তিনটি বাড়ি। ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের ধনিরামপুর কান্দিপাড়া গ্রামে। জানা গেছে, রান্না করার সময় উনুনের আগুন থেকে রান্না ঘরে আগুন ধরে যায়। আর সেই সময় বাইরে খুব জোরে বাতাস বইতে থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পরে পাশের ঘরে ।
আগুন দেখে গ্রামবাসীরা জল দিয়ে নেভানোর চেষ্টা করলেও তাতে কোনো লাভ হয়নি। আগুনকে নেভাতে না নেভাতে ততক্ষনে সব পুড়ে ছাই হয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ করোনা আতঙ্কে, বন্ধ খড়গপুর রেলের ওয়ার্কসপের বায়োমেট্রিক অ্যাটেনডেন্স
এই ঘটনার জেরে মাথায় হাত পরিবারের। আগুন এত দ্রুত ছড়িয়েছে যে ঘর থেকে কিছু বের করতে পারেননি পরিবার। যার ফলে টাকা থেকে সোনা সবই গ্রাস করেছে আগুনে।
এমনকি আগুনে জমির দলিল,আঁধার কার্ড, ভোটার কার্ড, সঞ্চিত কিছু নগদ টাকা, ধান,গম,রাই সবই পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। ঘটনার তদন্তে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584