শ্যামল রায়,কাটোয়াঃ
তিনশো বছর আগে মঙ্গলকোটের রশুনিয়া গ্রামে রাতের অন্ধকারে জমায়েত হতেন ডাকাতরা।এলাকায় কমবেশি অনেক ডাকাতদের বসবাস ছিল এবং সেই সময় মঙ্গলকোটের ত্রাস হয়ে উঠেছিল,ডাকাতদলের সাথে ছিল লাঠিয়াল বাহিনী।শক্তিডোম নামে এক ডাকাত পঞ্চমুন্ডির আসন তৈরি করে মা কালির সাধনা করতে তৎপর হোন।সেই শক্তি ডোমের প্রতিষ্ঠিত কালীপুজো আজও পূজিত হয়ে আসছে রশুনিয়া গ্রামে।আরো জানা গিয়েছে যে পুজো রাতে গ্রামে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পরই দেবীর পুজোর রীতি রয়েছে।আজও কালী পুজো হয় এই স্থানে।
প্রাচীন প্রথা মেনেই গ্রামবাসীরাই এই কালী পুজো করে আসছেন।এলাকার বাসিন্দারা জানিয়েছেন যে কালীপুজোর রাতে গ্রামের উপর দিয়ে কিছুক্ষণের জন্য হলেও ঝড়ো হাওয়া বয়ে যায়। এরপর এই দেবীর ঘট আনা হয়।নিশীথ ভোরে দেবীর পুজোর সূচনা হয় কিন্তু এই কালী পুজোয় দেবীর আরতির কোন প্রচলন আজও নেই।
তবে শক্তি ডোমের প্রথা মেনে আজও শাক বলির পর হোম কুণ্ডে মাংস আহুতি দেওয়ার রীতি রয়েছে।
আরও পড়ুনঃ কালী পুজোয় ঝাড়গ্রামে বাজির বাজার উর্ধমুখী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584