নিউজফ্রন্ট,ওয়েব ডেস্কঃ
কেরলের পালক্কদ জেলায় গর্ভবতী হাতিকে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় সোচ্চার হয়েছে গোটা দেশ। হত্যাকারীদের শাস্তির দাবি তুলেছেন অনেকেই।
In a tragic incident in Palakkad dist, a pregnant elephant has lost its life. An investigation is underway, focusing on 3 suspects. We will do everything possible to bring the culprits to justice: Kerala CM Pinarayi Vijayan pic.twitter.com/23oTkO0RnM
— ANI (@ANI) June 4, 2020
এই বিষয়ে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, “আপনারা অনেকে এই মর্মান্তিক ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। আমাদের কাছে সব খবর এসেছে। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই যে আপনাদের উদ্বেগগুলি বৃথা যাবে না। বিচারকরা বিজয়ী হবেই।”
Having said that, we are saddened by the fact some have used this tragedy to unleash a hate campaign. Lies built upon inaccurate descriptions and half truths were employed to obliterate the truth. Some even tried to import bigotry into the narrative. Wrong priorities.
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) June 4, 2020
তিনি আরও বলেন, “আমরা মানব-বন্যজীবন সংঘাতের এই কারণগুলিও সমাধান করার চেষ্টা করব। জলবায়ু পরিবর্তন স্থানীয় সম্প্রদায় এবং প্রাণী উভয়কেই বিরূপ প্রভাবিত করতে পারে। কেরালা এমন একটি সমাজ যা অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভকে সম্মান করে। এই নৃশংস ঘটানর বিরুদ্ধে সকলে গর্জে উঠি। আমরা সেই লোক যারা সবরকমভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, সর্বদা, সর্বত্র।”
আরও পড়ুনঃ গুজরাটের কেমিক্যাল ফ্যাক্টরিতে বিস্ফোরণে মৃত ৫, আহত ৫৭
In a tragic incident in Palakkad dist, a pregnant elephant has lost its life. Many of you have reached out to us. We want to assure you that your concerns will not go in vain. Justice will prevail.
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) June 4, 2020
বৃহস্পতিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন টুইট করে বলেন, যে বিস্ফোরক ভর্তি আনারস খেয়েছে এমন গর্ভবতী হাতির হত্যার তদন্তে তিন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে।
Kerala is a society that respects the outrage against injustice. If there is any silver lining in this, it is that we now know that we can make our voices heard against injustice. Let us be that people who fight injustice in all its forms; everytime, everywhere.
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) June 4, 2020
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584