মনিরুল হক, কোচবিহারঃ
বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে আহত এক মহিলা সহ ৩ জন কৃষক। বৃহস্পতিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল তুফানগঞ্জে।
আহতরা হলেন জলিল শেখ, জহর আলি ও আলিমান বিবি। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর সেই কৃষকদের দেখতে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে আসেন সিপিআইএম নেতা তমসের আলী।
এদিন হাসপাতালে কৃষকদের দেখে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম নেতা তমসের আলী বলেন, তুফানগঞ্জের কৃষ্ণপুর এলাকায় কাঁটাতারের ওপারে নিজেদের কৃষি জমিতে কাজ করতে গিয়েছিলেন ওই তিন কৃষক।
দুপুরে খাবার সময় ভারতীয় সীমানা থেকে বিএসএফ তাঁদের ওপর গুলি চালায়। ওই ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়। তারা কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যারা এই ঘটনা ঘটাল তারা চিকিৎসাধীন ওই তিনজন কৃষককে দেখতে পর্যন্ত আসেনি।
আরও পড়ুনঃ ডোমকলে পথ দুর্ঘটনায় মৃত এক, আহত এক
আমি চাই তারা এসে তাদের চিকিৎসার যা খরচ হবে তা বহন করুক। তিনি আরও বলেন, অভিযুক্ত ওই বিএসএফ জওয়ানের বিরুদ্ধে এখনও কোন পদক্ষেপ নেওয়া হয় নি। আমরা চাই ওই বিএসএফ জওয়ানকে গ্রেফতার করা হোক।
প্রসঙ্গত, ওই তিনজন নিজেদের পরিচয়পত্র জমা দিয়েই তুফানগঞ্জের কৃষ্ণপুর এলাকায় কাঁটাতারের ওপারে নিজেদের কৃষি জমিতে কাজ করতে গিয়েছিলেন। দুপুরে খাবার সময় ভারতীয় সীমানা থেকে বিএসএফ তাঁদের ওপর গুলি চালায় বলে অভিযোগ।
আহত ৩ জনই কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, ঘটনায় আলিমান বিবি গুরুতর আহত হয়েছেন।
এই নিয়ে এদিন বিএসএফ, পুলিশ ও এলাকাবাসীর মধ্যে বৈঠক করা হয়। বিএসএফের সূত্রে জানা যায়, ‘ডিউটি পরিবর্তনের সময় হঠাৎ করেই অসাবধানতাবশত গুলি লেগে তিনজন কৃষক আহত হয়েছেন। ওই ঘটনার জেরে বিএসএফ জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584