নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
গতকালের তান্ডবের পর আজ আবারও লোকালয়ে বাইসন। ঘটনায় আহত হয়েছে তিন জন। ঘুম পাড়ানি গুলিতে কাবু বাইসনটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বক্সার জঙ্গলে।

গতকালের পর আজ ফের আলিপুরদুয়ার-১ নং ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের ভোলার ডাবরির সুমিত্রা দেবির বাড়ির পাশেই প্রথম প্রাতভ্রমনকারিরা দেখতে পায় বাইসনটিকে।
স্থানীয় এক দম্পতি শৌচকর্ম করতে উঠে বাড়ির উঠোনে বাইসনটিকে দেখে ঘাবড়ে যায়। কিন্তু, কিছু বুঝে ওঠার আগেই তাদের শিং দিয়ে আঘাত করে চম্পট দেয় বাইসনটি। খবর দেওয়া হয় বন দপ্তরকে । খবর পেয়ে বক্সা টাইগার রিজার্ভের কর্মীরা এসে প্রায় ২ ঘন্টার প্রবল প্রচেষ্টার পর ঘুম পাড়ানি গুলি ছুড়তে সক্ষম হয়। তারপর ধীরে ধীরে বাইসনটি অচৈতন্য হলে তাকে জালে জড়িয়ে উদ্ধার করে নিয়ে যায় বনদপ্তর। ঘটনায় ২ জন পুরুষসহ একজন মহিলা আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও আতঙ্ক রয়েছে তাদের চোখে-মুখে।
আরও পড়ুন: বোলপুরে ভরসা’র আত্মপ্রকাশ অনুষ্ঠান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584