সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
আমতলা -বারুইপুর রোডের কালির মোড়ে স্করপিও – অটোর মুখোমুখি সংঘর্ষে অটো উল্টে আহত হল ৩ জন, ১ জনের অবস্থা আশঙ্কাজনক । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার বিষ্ণুপুর থানা এলাকায় ৷ এই নিয়ে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়েছে ৷

স্থানীয় মানুষজন আহত আশঙ্কাজনক ব্যক্তিদের উদ্ধার করে তাদের আমতলা গ্রামীণ হাসপাতালে পাঠিয়েছে ৷ পাশাপাশি স্থানীয় মানুষজন ক্ষিপ্ত হয়ে গিয়ে উল্টে যাওয়া অটোর সামনে রাবিশ এর বস্তা, ইট, কাঠের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে রাখে।
আরও পড়ুনঃ তুফানগঞ্জে অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজারকে ছুরি মারার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
তবে স্থানীয় মানুষজন ও পুলিশ প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে যে, আমি তালার দিক থেকে অটোটি জুলপিয়ার দিকে যাচ্ছিল আর জুলপিয়ার দিক থেকে স্করপিওটি কালির মোড়ের দিকে আসছিল,তখনই মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে ৷
আরও পড়ুনঃ শিলিগুড়িতে বিদেশি মদ-সহ গ্রেফতার ২
তবে স্থানীয় মানুষদের বক্তব্য, এই দীর্ঘ ১০০ মিটার রাস্তা অনেক দিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে ৷ কারোর কোন হেলদোল নেই আর সে কারণেই এই দুর্ঘটনাটি আজ বড়ো আকার নিয়েছে ।
ঘাতক গাড়িটিকে আটক করেছে বিষ্ণুপুর থানার পুলিশ । আহত ব্যক্তিরা হলেন অটো ড্রাইভার নাম নবীন করণ(৪২), যাত্রী রাজু হালদার(৩৮), আর এক ১৩ বছরের যাত্রী যার নাম জানা যায়নি ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584