শিব শংকর চ্যাটার্জ্জী,দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার বিগ বাজেটের দুর্গাপূজাগুলির মধ্যে হিলি বিপ্লবী সংঘ-র দুর্গাপূজা অন্যতম।নজরকাড়া প্রতিমা ও মন্ডব সজ্জায় প্রতি বছরই নিত্য নতুন অভিনবত্বে দর্শক সমাগম ঘটে এখানে।অঘোষিত প্রতিযোগীতায় হিলি বিপ্লবী সংঘ টেক্কা দেয় জেলার সদর শহর বালুরঘাটের বড় আয়োজনের দুর্গাপূজা গুলিকেও শুধুমাত্র জেলা নয়,দক্ষিণ দিনাজপুর জেলার বাইরে জেলাগুলি যেমন মালদা,উত্তর দিনাজপুর,জলপাইগুড়ি থেকেও প্রচুর দর্শনার্থী হিলি বিপ্লবী সংঘ-এর দুর্গাপূজা দেখতে আসেন।
এবছর হিলি বিপ্লবী সংঘের দুর্গাপূজা সূবর্ণ জয়ন্তী বর্ষে।সুতরাং এখন থেকেই এই পূজাকে ঘিরে দর্শনার্থীদের আগ্রহ অন্যান্য বছরগুলির তুলনায় খানিকটা বেশীই।তাই এই হিলি বিপ্লবী সংঘের শারদোৎসবের প্রস্তুতি পর্ব এখন তুঙ্গে। এবারের হিলি বিপ্লবী সংঘের মন্ডপ সজ্জায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর চিন্তাভাবনা গ্রীন সিটি-কে তুলে ধরা হচ্ছে।সেই মতো মন্ডপ দিন রাত এক করে বাশ,প্লাই,ইট, সিমেন্ট, বালি দিয়ে তৈরী হচ্ছে পূজা মন্ডপ।পূজা মন্ডপের ভিতরে থাকছে আকর্ষনীয় আলোকসজ্জার ঝলকানি।এর পাশাপাশি প্রাচীন আমলের গুহায় ভিতরে থাকা দেব দেবীর চিত্রানুরুপ প্রতিমা নির্মাণের কাজ জোড়কদমে চলছে।ক্লাব সদস্য অমূল্য বিশ্বাস জানিয়েছেন কোন মন্দিরের আদলে নয়,নতুন চিন্তাভাবনার মধ্য দিয়ে গ্রীন সিটি-র ভাবনাকে তুলে ধরা হচ্ছে মন্ডপ সজ্জায়। সুতরাং শারদোৎসবের প্রাক্কালে উদ্বোধনের পূর্বেই হিলি বিপ্লবী সংঘের দুর্গাপূজা দর্শনে দর্শনার্থীদের মধ্যে উন্মাদনা বাড়ছে।
আরও পড়ুনঃ শীতলপাটি হোগলা পাতা সহযোগে কাল্পনিক মন্দির সাথে ফিক্সের লাইট
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584