বৃদ্ধার গহনা ও টাকা ছিনতাই

0
66

শান্তনু পুরকাইত ,দক্ষিন ২৪ পরগনাঃ

আর পাঁচটা শহরের মতো পুজোতে ব্যস্ত শহর ডায়মন্ড হারবার।আর ঘটনা হল,রোজগার বাড়াতে অভিনব কায়দায় ছিনতায় করল দুষ্কৃতী।সত্তরের বৃদ্ধার কাজ থেকে ছিনিয়ে নিল পরনের কিছু গহনা আর নগদ এক হাজার টাকা যা ছিল ডাক্তার দেখানোর জন্য।সরিষাগামি জিও গাড়িতে করে নিয়ে গিয়ে নিরালা অন্ধকারে গলায় কাপড় জরিয়ে চিনতায় করল দুই দুষ্কৃতী।ঘটনাটি ঘটে ডায়মন্ড হারবার থানার মনজিতার।নিজের জীবন বাঁচাতে তরিঘরি সব খুলে দেয় বৃদ্ধা।

নিজস্ব চিত্র

শুক্রবার ভোরে ডায়মন্ড হারবার পুরসভার এগারো নম্বর ওয়াডের বাসিন্দ বৃদ্ধা কমলা পন্ডিত কপাটহাটে ডাক্তার দেখাতে যান।ডায়মন্ড হারবার স্টেশনের মুখটা তখন জনশূন্য।সেই সুযোগে বৃদ্ধাকে একা পেয়ে কপাট হাটে নিয়ে যাবার কথা বলে ম্যাজিক চালক সহ তার অপর সঙ্গি।অন্ধাকার অচেনা জায়গাতে আনতে বৃদ্ধা চেচামেচি করে।তখনি কাপড় জরিয়ে সব কিছু লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা।পরে স্থানিয়রা বৃদ্ধাকে উদ্ধার করে,খবর দেয় ডায়মন্ড হারবার থানায়।ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।যদিও এখনো অধরা ঐ দুই দুষ্কৃতী। ঘটনার পর আতঙ্কিত এলাকাবাসি।

আরও পড়ুনঃ বেহাল রাস্তা সারাইয়ের দাবীতে রাস্তা অবরোধ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here