পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
গাড়ি ছিনতাইকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষে আহত হন ৩ জন। আহতদের মধ্যে একজন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সদস্য।
ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায়। ওই সংঘর্ষে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে। আহতদের প্রথমে দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাদের অবস্থা অবনতি হওয়ায় চিকিৎসকেরা আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠান।এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।
স্থানীয়সূত্রে জানা গিয়েছে,চোপড়া থানার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ডাঙ্গাপাড়া গ্রামে তিনদিন আগে এক কংগ্রেস কর্মীর গাড়ি ও তার কাছে সমস্ত টাকা পয়সা ছিনতাই করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।শনিবার সকালেও মিঠাপুকুর এলাকায় কংগ্রেসকর্মী আসলে তার গাড়ি ও টাকা পয়সা ছিনতাই করে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা।
ওই ঘটনা জানাজানি হতেই তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস কর্মীদের মধ্যে শুরু হয় সংঘর্ষ।ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত হয় লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য সহ আরও তিন জন। ওই সংঘর্ষের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে।
আরও পড়ুনঃ চা বাগানের দখল নিয়ে সংঘর্ষে আহত ১০
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী। গুরুতর আহতদের স্থানীয় মানুষেরা তড়িঘড়ি দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।সেখানে তাদের অবস্থা অবনতি হওয়ায় চিকিৎসকেরা আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠায়।
ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি অশোক রায় জানিয়েছেন,এদিনের ঘটনা কোন রাজনৈতিক ঘটনা না।
দুই গ্রামের ঘটনা।আজকে সকালে মিঠাপুকুরে তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে কংগ্রেসের কর্মী ভেবে গাড়ি ও টাকা পয়সা ছিনতাই করে নেই।
তারপরই সাধারন মানুষই তাদেরকে মারধর করেছে।এই ঘটনায় কংগ্রেসের কোন হাত নেই বলে জানান তিনি।চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজারাউদ্দিন জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে লক্ষ্মীপুর এলাকায় শান্তিতেই ছিল।
কংগ্রেসের দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।তৃণমূল কংগ্রেসের উপর উঠা অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584