প্রাচীন মল্লেশ্বর মল্লেশ্বরী পুজোর ১৮৬ বছর

0
229

বদরুল আলম,পশ্চিম মেদিনীপুর:

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা-র চন্দ্রকোনা পৌরসভা-র ১২ নম্বর ওয়ার্ডের মল্লেশ্বরপুরে ১৮৬ বছরের সুপ্রাচীন দেবদেবী মল্লেশ্বর মল্লেশ্বরীর (শিবদূর্গা) পূজা অনুষ্ঠিত হয়ে আসছে় । বর্ধমানের প্রাচীন মল্লরাজ বংশের পূজো এটি । বর্তমানে স্থানীয় এলাকাবাসীরা-ই পুজোর উদ্যোক্তা । অতি সুপ্রাচীন এই পূজো ঘিরে এলাকাবাসীর মধ্যে সাড়া পড়ে যায় । যথাবিহিত রীতিনীতি ও আচার অনুষ্ঠান মেনে শ্রদ্ধাভক্তির মধ্য দিয়ে এই পূজো অনুষ্ঠিত হয় ।

শিবদূর্গার কোনো মৃন্ময় মূর্তি নেই । মন্দিরের মধ্যে গম্ভীরের ভেতর অস্টধাতুর মূর্তি পাথর চাপা দেওয়া আছে । কথিত আছে প্রাচীনকালে বর্গীরা আক্রমণ করলে ওই মূর্তি এবং আরও অন্যান্য মূল্যবান সামগ্রী গম্ভীরের মধ্যে রেখে পাথর চাপা দিয়ে দেওয়া হয়েছিল । যদিও ওই গম্ভীরের মধ্যে কি আছে তা অনুমান মাত্র । ওই পাথর সরানোর ধৃষ্টতা কেউ দেখায়নি । প্রবাদ আছে অষ্টমীর দিন কামান দাগা হতো এবং সেই শব্দে বর্ধমানের রানী উপবাস ভেঙ্গে জলগ্রহন করতেন । আজও সপ্তমী , সন্ধি এবং নবমীতে রীতি মেনে ছাগ বলি হয় । তবে সবচেয়ে আকর্ষণের বিষয় নবমীতে মহিষ বলি ।

মোহিষ বলি।

আজও প্রচন্ড উৎসাহ উদ্দীপনা এবং প্রচুর জনসমাগমের মধ্য দিয়ে নবমী তিথিতে প্রাচীন ধারা অনুযায়ী মহিষ বলি করা হয় যা এলাকায় রীতিমতো সাড়া ফেলে দেয় । প্রবাদ আছে , মহিষবলির পূর্বমুহূর্তে আকাশে একজোড়া শঙ্খচিল উড়তে দেখা যায় । এছাড়া এইসময় মন্দিরের রুদ্ধদ্বারের মধ্যে দুটি জাগপ্রদীপের শিখা মিলিত হয়ে এক হয় বলে জনশ্রুতি আছে ।
বর্তমানে সুপ্রাচীন মল্লেশ্বর-মল্লেশ্বরী এর মূলমন্দির ও সংলগ্ন নাটমন্দির এবং প্রাচীরের অবস্থা জরাজীর্ণ ও ভগ্নপ্রায় । বর্তমানে মন্দিরের যা অবস্থা তাতে করে অবিলম্বে স্থানীয় প্রশাসন উদ্যোগ না নিলে ধ্বংস হয়ে যাবে সুদীর্ঘকালের একটি প্রাচীন ইতিহাস ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here