বাংলা ভাষার গুরুত্বকে স্বীকৃতি দিয়ে গুগল অ্যাডসেন্স এবার বাংলায়

0
367

ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:

এবার বাংলা ভাষার ওয়েবসাইটেও গুগল অ্যাডসেন্স চালু করতে চলেছে বলে গুগলের ব্লগপোস্ট সূত্রে জানা গেছে। গুগল অ্যাডসেন্স এর বিজ্ঞাপন বিভিন্ন ভাষায় তাদের অ্যাড সাপোর্ট করলেও বাংলা ভাষায় এতোদিন পর্যন্ত অ্যাডসেন্স অ্যাড শো করতো না।কিন্তু বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষার ব্যবহারের আধিক্য বিবেচনা করেই গুগলের এই সিদ্ধান্ত  বলে মনে হচ্ছে।

যদিও এখনো গুগল অ্যাডসেন্স এর ভাষা তালিকায় বাংলা ভাষা যুক্ত হয়নি।গুগল অ্যাডসেন্স মূলত অনলাইন অ্যাডভার্টাইজিং এবং ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ব‍্যাবহার হয়।যে কোন ওয়েবসাইট, ইউটিউব কিংবা বিভিন্ন অনলাইন পোর্টালে যেসব বিজ্ঞাপন দেওয়া হয় সেগুলো অ্যাডসেন্সের জন‍্যই সম্ভব হয়। অ্যাডসেন্স এক ধরনের অ্যাড এজেন্সী হিসেবে কাজ করে ।
প্রসংগত উল্লেখ্য,বর্তমানে বিশ্বের প্রায় দেড় কোটি ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স ব্যবহার করা হয়।

Source : Google Blog

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here